সনি ক্যামেরার জগতে একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত নাম। যুগ যুগ ধরে এটি আমাদের সার্ভিস দিয়ে আসছে। বহুদিন পরে এবার সনির নতুন ক্যামেরা সংযোজন করা হল এবং সেটি হল সনি আলফা ১। সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেল এই ক্যামেরাটির। একনজরে দেখে আসা যাক কি কি থাকছে এই ক্যামেরাটিতে।
সনি আলফা ১ ক্যামেরাটিতে দেওয়া হয়েছে ২.৯৫ ইঞ্চি বিশিষ্ট টি এফ টি ডিসপ্লে। এই ক্যামেরাটিতে দেওয়া হয়েছে ৫০.১ মেগাপিক্সেল এর ৩৫ মিলিমিটার এর ফুল ফ্রেম স্ট্যাকড সি এম ও এস সেন্সর। এখানে লাগাতার ৩০ এফ পি এস এর শ্যুটিং করা যাবে। ফুল ফ্রেম ক্যামেরাতে ৮কে ৩০ এফ পি এস এবং ৪কে ১২০ এফ পি এস রেকর্ড করা যাবে। সনি আলফা ১ ক্যামেরাটি ৮৬৪০X৫৭৬০ পিক্সেল এ ৪৯.৭ মেগাপিক্সেল এ ৩ঃ২ অনুপাতে ক্যাপচার করা যাবে। এখানে এস ডি কার্ড, এইচ ডি এস সি কার্ড, এস ডি এক্স সি কার্ড সাপোর্ট করবে। এবং এই ক্যামেরাতে মেকানিক্যাল ও ইলেকট্রনিক্যাল এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে। উক্ত ক্যামেরাটিতে থাকছে ব্লুটুথ ৫.০, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ৩.৫ মিলিমিটার মাইক টার্মিনাল । ইউ এস বি পোর্ট সি এর মাধ্যমে সুপারস্পীডে ১০ জিবিপিএস এ ডাটা ট্রান্সফার করা যাবে। সনি ব্যাটারী বলেছে যে এই ক্যামেরা দিয়ে ভিউফাইন্ডারের সাথে ৪৩০ শট, এল সি ডি ডিসপ্লে সহ ৫৩০ শট নির্ধারণ করা হয়েছে। ভিউফাইন্ডার ব্যাবহার করে এল সি ডি স্ক্রিন ব্যাবহার করে ১৪৫ মিনিট রেকর্ড করা যাবে এই ক্যামেরা দিয়ে।
সনি আলফা ১ ক্যামেরাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৪.৭৩ লক্ষ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৫,৪৯,০০০ টাকা।