কম বাজেটের মধ্যে সেরা ফোন যারা কিনতে চান তাদের জন্য অবশ্যই সেই ব্র্যান্ডটি হবে রিয়েলমি মোবাইল। রিয়েলমি মোবাইলের থেকে কম মূল্যে ভাল ফিচারের ফোন আর কেউ দিতে পারেনা। তাই তাদের জন্য রিয়েলমি আবার নতুন ফোন লঞ্চ করলো এবং সেটি হল রিয়েলমি সি ২০। চলতি মাসের ১৯ তারিখে এই ফোনটির লঞ্চ হয়ে গেল।
চলুন দেখে আসা যাক কি কি থাকছে উক্ত মোবাইলটিতে।
রিয়েলমি সি২০ মোবাইলটির আয়তন হবে ১৬৫.২X৭৬.৪X৮.৯ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯০ গ্রাম। এর ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন ৭২০X১৬০০ পিক্সেল। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে এখানে গরিলা গ্লাস ৩।
রিয়েলমি সি২০ এর চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি-৩৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ থাকছে পাওয়ার ভি আর জিই৮৩২০। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে। উক্ত ফোনটিতে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ফোন স্টোরেজ। কালো এবং নীল রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।
রিয়েলমি সি২০ এই মোবাইলটির রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর এবং সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ । এবং এখানে ফন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা। প্রতিটি ক্যামেরার ভিডিও রেকর্ডিং থাকছে ১০৮০ পি৩০ এফ পি এস।
এই মোবাইলটির ব্যাটারী দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং এটির ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ১০ ওয়াটের চার্জ সিস্টেম। এই মোবাইলটিতে থাকছে ৪জি। আরো থাকছে ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৮০২.১১, ইউ এস বি টাইপ সি পোর্ট ২.০ সহ অন্যান্য সুবিধা।
রিয়েলমি সি২০ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৯,১৬৬ টাকা।