রিয়েলমির ইউজার ইন্টারফেস ২.০ আপডেট পাচ্ছে বেশ কিছু স্মার্টফোন। এই আপডেটে মিলবে বহু জরুরি ফিচারস।
আপডেটের তালিকায় রয়েছে রিয়েলমি ৭ প্রো, রিয়েলমি ৭, রিয়েলমি ন্যাজরো ২০ প্রো, রিয়েলমি ৬ প্রো, রিয়েলমি এক্স ২ প্রো, রিয়েলমি এক্স৩, রিয়েলমি এক্স ৩ সুপার জুম, রিয়েলমি ৬, রিয়েলমি এক্স২, রিয়েলমি সি১২ এবং রিয়েলমি সি১৫।
রিয়েলমি ইউআই ২.০ আপডেটেড ভার্সন পেতে গেলে স্মার্টফোনে অন্তত ৫ জিবি ফ্রি স্টোরেজ থাকতে হবে। পাশাপাশিই নজর রাখতে হবে যাতে ডিভাইস রুটেড যেন না হয়।
জেনে রাখা ভালো, এই আপডেটে নির্দিষ্ট কিছু ফিচারের অ্যাকসেস দিচ্ছে না রিয়েলমি।স্মার্টফোন থেকে বহু ব্যক্তিগত তথ্য হারাতে পারেন গ্রাহকেরা।