ডি১৮’ হচ্ছে একটি গেজেট ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি কিছু বছরের মধ্যেই তাদের গেজেটগুলো বিক্রি করে ভালো নাম কামিয়ে ফেলেছে। তো বর্তমানে আমরা অনেকেই স্মার্টফোনের সাথে একটি ইয়ারবাডস ব্যাবহার করে থাকি। একটি ভালো ইয়ারবাডস অনেকেই কিনতে চায়। কিন্তু অনেকের দামের সাথে মিল না পাওয়ায় তারা কিনতে পারেনা। কারণ বাজেটটা সব থেকে বড় প্রতিবন্ধকতা । তাই ‘ডি ১৮’ ব্র্যান্ডটি বাজেটের মধ্যে রেখে বাজারে একটি ইয়ারবাডস নিয়ে এসেছে। যেটির মডেলের নাম ‘ডি ১৮ টিডব্লিউএস’। আজ কথা বলতে যাচ্ছি এই ইয়ারবাডসটি নিয়েই। এই ইয়ারবাডসটি কেমন এবং এটির ভিতরে কি কি রয়েছে সেসব আজকে জানানোর চেষ্টা করবো আপনাদের।
চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই ইয়ারবাডসটির ব্যাপারে বিস্তারিতঃ⤵
‘ডি১৮’ তাদের এই ইয়ারবাডসটি রেখেছে একটি কাগজের প্যাকেটে। যেটা খোলার পর পেয়ে যাবেন কাঙ্খিত ইয়ারবাডসটির বক্স। সেই বক্সের মধ্যেই রয়েছে ইয়ারবাডস জোড়া। আরও পাবেন একটি ইউএসবি টাইপ সি ক্যাবল এবং কিছু ইয়ারটিপস।
বক্সটি খুললে ইয়ারবাডস জোড়া দেখা যাবে, যেগুলো স্বাভাবিকভাবে বক্সের সাথে ম্যাগনেটিক সিস্টেমে লেগেছিলো। যাই হোক, কানে সুন্দরভাবেই লেগে গিয়েছিলো এই ইয়ারবাডস জোড়া। বাডসগুলোতে টাচ সেন্সেটিভ সিস্টেম রয়েছে। ডান পাশের বাডসটিতে তিনবার চাপ দিলে নেক্সট ট্রেক এবং বাম পাশের বাডসটিতে তিনবার চাপ দিলে প্রিভিয়াস ট্রেকে যাওয়া যাবে। ভলিউমের ক্ষেত্রে ডান পাশের টায় দুইবার চাপ দিলে ভলিউম কমে যায় এবং বাম পাশেরটায় দুইবার চাপ দিলে ভলিউম বেড়ে যায়। একটু অদ্ভুত হলেও জিনিসটা আসলে খুব হ্যান্ডলি। তবে, টাস সিস্টেমটি আরেকটু বড় দিলে ভালো হতো।
ইয়ারবাডস জোড়ার ক্যারিং বক্সটি ছিলো ভালো মানের। এর ম্যাগনেটিং ওপেন ক্লোজ সিস্টেমটি ছিলো অনেকে হেভি। এছাড়াও এতে রয়েছে চার্জ ইন্ডিকেটর। ইয়ারবাডস গুলো বক্সটিতে রাখলেই, সেগুলোর ব্যাটারী ব্যাকআপ দেখা যাবে।
ইয়ারবাডস জোড়ার ব্যাটারী ব্যাকআপ ছিলো অসাধারন। একবার ফুল চার্জে ৬ ঘন্টার মতো ব্যাকআপ দেয় এই ইয়ারবাডসগুলো। কেসটির মাধ্যমে ইয়ারবাডস জোড়া ৪বারের মতো চার্জ করা যাবে। এর চার্জিং স্পিডও ছিলো অনেক ফাস্ট। মাত্র ২০ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে বাডস জোড়া এবং কেসটি ফুল চার্জ হতে সময় নেয় ৪০ মিনিট।
এই ইয়ারবাডস জোড়ার সাউন্ড সেগমেন্ট ছিলো মাঝামাঝি পর্যায়ের। তেমন ব্যালেন্সডও ছিলোনা। এতে ট্রেবল কিছুটা হার্শ ছিলো এবং বেজের পরিমান ছিলো কম। হাই ভলিউমে ট্রেবল মিউজিক খুব তিক্ত লাগবে। এক্ষেতে সাউন্ড ৬০/৭০% রাখলে বেটার সাউন্ড পাওয়া যাবে। তবে, বাডস জোড়ার নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম ছিলো অনেক ভালো। কানে দেয়ার সাথে সাথে আশেপাশের নয়েজগুলো অনেক কম আসবে। গেইমিং এর জন্য এই ইয়ারবাডস জোড়া একদমই প্রিফারেবল না।
কানেক্টিভিটিতে রয়েছে ব্লুটুথ ৫.০। বাডস জোড়ার কেসটি খুললেই সাথে সাথে এটি পেয়ারিং মোডে চলে যায় এবং তখন আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন বাডস জোড়া।
সব মিলিয়ে এই ‘টি ডব্লিউ এস’ ইয়ারবাডস জোড়া ছিলো ভালোই। বাজেট অনুযায়ী অনেক কিছুই এই বাডসগুলোতে। বর্তমানে এর দাম হচ্ছে ১৫০০ টাকা।যাদের বাজেট এরকমের মধ্যে তারা এই ইয়ারবাডসটি নিয়ে নিতে পারেন।