পোকো লঞ্চ করতে যাচ্ছে আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন পোকো এম ৩ ।এই ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে থাকছে না ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আই পি এস এলসিডি ডিসপ্লে। এছাড়াও এর গর্জিয়াস লুকিং ডিজাইন একটি অন্যতম সেলিং পয়েন্ট।
প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এবার পোকো এম ৩ এর ডিজাইন এ অনেক পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে রিয়ার পাটের টিজার টি চোখে পড়ার মতো । একটি ব্ল্যাক রেকটিঙ্গেল সার্কেল এর বামপাশে ক্যামেরা হাউসিং টি বসানো হয়েছে। আর ডান পাশে পকো এর লোগোটি বসানো হয়েছে যা পুরাই আনকমন একটা ডিজাইন। ক্যামেরা হাউসিং ছাড়াও পেছনের পাটের টিজার টি বেশ সাদামাটা রাখা হয়েছে।
এবারে কথা বলিফোনটির ডিসপ্লে নিয়ে । এতে থাকছে ৬.৫৩ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে।এতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। যার পিপিআই ডেনসিটি হলো ৩৯৫। আর এই ডিসপ্লে টি প্রোডাকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস। তাই বাজেট প্লান ডিসপ্লে নিয়ে এই ফোনটিতে আমার কোন প্রকার কমপ্লেন নেই। সম্পূর্ণ প্লাস্টিক বিলডের তৈরি এই ফোনটিতে দুটি সিম কার্ড রাখার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকবে।
এবারে কথা বলা যাক ফোনের পারফরম্যান্স নিয়ে।
অ্যান্ড্রয়েড১০, এম আই ইউআই১২ রান করবে ফোনটি। চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২এস এম ৬১১৫ যেটি যেটি ১১ ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকবে অ্যাড্রিনা ৬১০। স্নাপড্রাগণ ৬৬২ বাজেট হিসেবে একটি শক্তিশালী চিপসেট। ফোনটি ৪ জিবি র্যাম ,৬৪ জিবি রম এবং ৪ জিবি র্যাম ,১২৮ জিবি রম এই দুইটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।
এবারে কথা বলা যাক ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ার এ থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সরটি ৪৮ মেগাপিক্সেল এর এবং সেকেন্ডারি তে থাকছে ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং আরও থাকছে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেনসর ক্যামেরা। আর এতে সর্বোচ্চ ৩০ এফ পিএস এর ভিডিও শুট করা যাবে। ফোনটির সেলফিতে থাকছে ৮ মেগাপিক্সেল এর আরো একটি ক্যামেরা।
এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে ৬০০০ মিলি এম্পিয়ারের হিউজ ব্যাটারি এবং ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।এই বাজেটে ৬০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি এর সাথে ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার সত্যিই খুবই প্রশংসনীয়। সিকিউরিটি হিসাবে ফোনটিতে থাকছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা।
৪ জিবি র্যাম