ওয়ানপ্লাস ৮টি লঞ্চ হবার পর গত বছর থেকেই গুঞ্জন শুরু হয় ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ৯ নিয়ে। জানা গিয়েছে, চলতি বছরের মার্চে লঞ্চ হতে পারে OnePlus 9 ওয়ানপ্লাস ৯ প্রো। বরাবরের মতোই লঞ্চের আগে ইতোমধ্যে অনলাইনে লিক হয়েছে আপকামিং এই ফোন দুটির সাম্ভাব্য স্পেসিফিকেশন ও রেন্ডার ডিজাইন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানপ্লাস ৯ এর হ্যান্ডস অন ছবিও ফাঁস হয়েছে।
একই সাথে জানা গিয়েছে সুইডেনের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা হ্যাসেলব্লাড (hasselblad) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ানপ্লাস। উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ানপ্লাস সিইও পিট লাউ জানিয়েছিলেন, ওয়ানপ্লাস এবার তাদের ফোনের ক্যামেরার দিকে বিশেষ মনোযোগ দিবে। ধারণা করা হচ্ছে তারই অংশ হিসেবে এবার হ্যাসেলব্লাড এর সাথে চুক্তি করেছে তারা। আশা করা যায়, এবার ক্যামেরা সেকশনে গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে পারবে ওয়ানপ্লাস।
অন্যদিকে সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ডেভ লি (Dave2D) তার ইউটিউব চ্যানেলে ওয়ানপ্লাস ৯ এর হ্যান্ডস অন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, আগের থেকে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে ওয়ানপ্লাস ৯ সিরিজের ডিজাইনে। ছবিতে দেখানো ওয়ানপ্লাস ৯ প্রো এর সবথেকে বড় পরিবর্তন এসেছে এর ক্যামেরা পজিশনিং এবং সেটআপে। ফোনটির ক্যামেরা হাউজিংয়ে উপর-নিচ বরাবর রয়েছে দুটি মেইন ক্যামেরা এবং তার নিচেই পাশাপাশি অবস্থানে রয়েছে দুটি সেকেন্ডারি ক্যামেরা।
ধারণা করা হচ্ছে, প্রাইমারি ক্যামেরা সেটআপে একটি ওয়াইড সেন্সরের সাথে টেলিফটো লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরা সেটআপে একটি আল্ট্রাওয়াইড এবং একটি ম্যাক্রো লেন্স ব্যবহার করতে পারে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস ৯ প্রো সাম্ভাব্য স্পেসিফিকেশন;
৬.৬৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড
১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে
স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট
১২ জিবি র্যাম / ১২৮ জিবি স্টোরেজ
৪৮ মেগাপিক্সেল (Sony IMX689)
১২ বিট রো ক্যাপচার
হ্যাসেলব্লাড কোলাবোরেশন