আসুস, লেনোভো, অ্যাপল, এইচ পি নয় এবার ল্যাপটপ নিয়ে আসছে রেডমি। মোবাইলের জগতে রাজত্ব করার পর এবার ল্যাপটপের জগতে পাড়ি জমাচ্ছে বাজার ধরে রাখার জন্য। তাই সংযোজন করা হল রেডমি বুক ১৩ ল্যাপটপটি। অত্যাধুনিক প্রযুক্তি ও অসাধারণ লুকিং সবার নজর কাড়তে সক্ষম হবে এই ল্যাপটপটি। বেশ স্লিম হবে এই ল্যাপটপটি। একনজরে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ল্যাপটপে।
রেডমি বুক ১৩ ল্যাপটপে দেওয়া হবে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে এবং যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটির ওজন হবে ১.৫ কেজি এবং আয়তন হবে ৩২৩X২২৮X১৭.৯৫ মিলিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৭ প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। র্যামের স্পিড হবে ২১৩৩ মেগাহার্জ। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হবে এনভিডিয়া জিফোরস এম এক্স ২৫০। রেডমি বুক ১৩ ল্যাপটপটির সাথে হার্ডডিস্ক দেওয়া হয়েছে ৫১২ জিবি। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। উক্ত ল্যাপটপের ও এস ভার্সন দেওয়া হয়েছে ১০। এছাড়া এই ল্যাপটপটির ব্লুটুথ দেওয়া হয়েছে ৫.০, ওয়াইফাই ৮০২.১১, এইচ ডি এম আই দেওয়া হয়েছে ১ টি এবং ইউ এস বি পোর্ট ৩.১ ২টি। এবং এখানে দেওয়া হয়েছে ৪৬ ওয়াটের ব্যাটারি যার লাইফ টাইম দিবে ১১ ঘন্টা পর্যন্ত। রেডমি বুক ১৩ ল্যাপটপটি শুধুমাত্র সিলভার রঙ এ পাওয়া যাবে। ল্যাপটপের জন্য ওয়েব ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই কথা মাথায় রেখে রেডমি বুক ১৩ অসাধারণ ওয়েব ক্যামেরা রেখেছে। যার মাধ্যমে এইচ ডি ভিডিও কলিং করা যাবে। এছাড়া আরো থাকছে ডুয়েল স্পিকার যার দ্বারা সুন্দরভাবে কথা বলা যাবে।
রেডমি বুক ১৩ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৫৫,৪০০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৬৪,৬৭৮ টাকা।