সাধ্যের মধ্যে আসছে শাওমির নতুন ফোন। রেডমি ৯ পাওয়ার মডেলের ফোনটিতে থাকছে ৬ জিবি র্যাম।
নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে, যা ফুল HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই বাজেট স্মার্টফোনটি অওরা পাওয়ার ডিজাইনের এবং ডিসপ্লে-তে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচড্। এই ডিসপ্লের প্যানেল কর্নিং গরিলা গ্লাস ৩-র সাহায্যে অত্যন্ত সুরক্ষিত। রেডমি ৯ পাওয়ার হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, যা হালফিলের প্রায় প্রত্যেক শাওমি স্মার্টফোনে দেওয়া হয়েছে।
এই প্রথম শাওমি তাদের কোনও একটি স্মার্টফোনে 6000mAh ব্যাটারি দিল, যা 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রেডমি -র নতুন এই স্মার্টফোনে MIUI 12 out-of-the-box অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও এই চমৎকার রেডমি ৯ পাওয়ার হ্যান্ডসেটে স্টিডিও স্পিকার্স এবং রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফোনের পিছনে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনের প্রাথমিক ক্যামেরার সেন্সর ৪৮মেগাপিক্সেলের। এছাড়াও এই চমৎকার স্মার্টফোনে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড- অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং আর একটি ডেপথ্ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অর্থাৎ সেলফির জন্য এই ফোনে রয়েছে ৮মেগাপিক্সেলের সেন্সর।
শিগগিরই আন্তর্জাতিক বাজারে ফোনটি অবমুক্ত করা হবে। এই ফোনটি ৪ জিবি র্যামে একটি ভার্সনও পাওয়া যাবে। বাজারে আসলে এর দাম হবে ১৫ হাজার টাকার মধ্যে।