আসুস রগ ফোন ৪ এর পর এবার লঞ্চ হতে যাচ্ছে আসুস রগ ফোন ৫।আজকের আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো আসুসের এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। তাই এই ফোন সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচ এস পি এ, এল টি ই, সি ডি এম এ এবং ৫ জি এর সুবিধা।
বডি: এর বডি ডাইমেনশন হলো ১৭২.৮*৭৭.৩*১০.৩মিলিমিটারের।এবং ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১৪৪হার্জ। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৪.৫%। এর রেজুলেশন হল ১০৮০*২৩৪০পিক্সেল এর। এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৩৮০। এরঅ্যাসপেক্ট রেশিও হলো ১৯.৫:৯ ।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ যা ৫ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৬০।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ।১২,২৫৬;১২,৫১২ এবং ১৬,৫১২ এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,১৩ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ২৪ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৬০০০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৬৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি কালার ভেরিয়েন্ট এ। এটা হলো কালো রঙের।
দাম: বাংলাদেশের বাজারে আসুসের এই ফোনটির দাম হতে পারে ৬৩০০০ টাকার মত।