আমরা সকলেই জানি লেনোভো ল্যাপটপ একটি অসাধারণ ল্যাপটপের নাম এবং এটি উন্নত ফিচারের সাথে বেশ গর্জিয়াস লুকিং এর ল্যাপটপ নিয়ে আসে আমাদের মাঝে। এই ল্যাপটপের ব্যবহারকারীরা ও বেশ উপভোগ করে থাকে। লেনোভো ল্যাপটপ এবার আমাদের মাঝে নিয়ে আসছে লেনোভো থিংক প্যাড এক্স ১৩ জেন ২ ল্যাপটপটির।
এবার দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
লেনোভো থিংক প্যাড এক্স ১৩ জেন ২ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট আই পি এস ডিসপ্লে এবং এর আয়তন হবে ৩০৫.৮X২১৭.০৬X১৮.১৯ মিলিমিটার। উক্ত ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.১৯ কেজি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৩২ জিবি। এছাড়া স্টোরেজ দেওয়া হয়েছে ২ টি বি এবং জেন ৪ টিতে দেওয়া হয়েছে এস এস ডি কার্ড। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। ক্লক স্পিড হবে ৪২৬৬ মেগাহার্জ। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ব্লুটুথ ৫, ওয়াইফাই ৬, টাইপ সি ইউ এস বি পোর্ট, টাইপ ইউ এস বি টাইপ এ ৩.২ পোর্ট এবং ২.০ এইচ ডি এম আই পোর্ট। লেনোভো থিংক প্যাড এক্স ১৩ জেন ২ ল্যাপটপে দেওয়া হয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ভিডিও কলিং এর জন্য দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর একটি অসাধারণ ফ্রন্ট ক্যামেরা, ১.৫ মিলিমিটার কি স্ট্রোক, কি বোর্ড ব্যাকলাইট। লেনোভো থিংক প্যাড এক্স ১৩ জেন ২ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৫৪.৭ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি এবং যার থাকবে অসাধারণ ব্যাকআপ। উক্ত ব্যাটারিতে ১২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। বিষয়টি আমার খুব ভাল লেগেছে। এই ল্যাপটপটিতে ৫ জি সাপোর্ট করবে। উক্ত ল্যাপটপটির ফিচার আমার বেশ ভাল লেগেছে।
লেনোভো থিংক প্যাড এক্স ১৩ জেন ২ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৯৪,৬৭২ টাকা।