মিড বাজেটের কথা মাথায় রেখে এইচপি আরো একটি নিউ এক্সক্লুসিভ ল্যাপটপ নিয়ে এসেছে।এটার নাম হল এইচপি এনভি এক্স৩৬০ ১৩। আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করব এই ল্যাপটপের যাবতীয় সব ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমেই কথা বলি এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ল্যাপটপের ডান পাশে রয়েছে একটি সিম কার্ড স্লট, একটি ইউএসবি পোর্ট এবং একটি হেডফোন পোর্ট। এছাড়াও রয়েছে একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ইউএসবি সী পোর্ট। এইচপি এর এই ল্যাপটপটির ওজন হবে প্রায় ১.৩৩কেজি এর মত। আর এই ল্যাপটপের বামপাশে আপনারা পেয়ে যাবেন একটি কুলার অপশন, একটি ইউএসবি পোর্ট এবং একটি এস সি পোর্ট।
এবারে কথা বলি ল্যাপটপের ডিসপ্লে এর ব্যাপারে। এতে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ইটস ডিসপ্লে। এই ল্যাপটপের ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০*১৯২০ পিক্সেল। সাথে থাকছে একটি ব্যাকলাইট কিবোর্ড। এতে আপনারা পাবেন একটি এইচডি ক্যামেরা সঙ্গে ইউএসবি টাইপ সি। এবারে কথা বলি এই ল্যাপটপের পারফরমেন্স নিয়ে। এতে থাকছে ইন্টেল কোয়াট কর প্রসেসর। এতে থাকছে ৮ জিবি ডি ডি আর ৪ রেম এবং সঙ্গে থাকছে ২৫৬ জিবি পিসি এল ই এসএসডি।
এই ল্যাপটপের ব্যাটারি লাইফ হল আপ টু ৮ ঘন্টা। তার মানে হল এই ল্যাপটপটি আপনি একবার চার্জ দিয়ে টানা ৮ ঘণ্টা ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে ৪৫ ওয়াটের একটি স্মার্ট চার্জার, যেটা দিয়ে আপনি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ল্যাপটপটি ফুল চার্জ করতে পারবেন। এবারে কথা বলা যাক ল্যাপটপটির দাম এর ব্যাপারে। বাংলাদেশের বাজারে এই ল্যাপটপের দাম হতে পারে ৮৪০০০ টাকার মতো।