বাজারে আসছে অপো এফ ১৯ প্রো + এবং অপো এফ ১৯ প্রো। অপো এফ ১৯ প্রো সিরিজ়ের এই ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা ও সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। থাকছে অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট।
সিরিজ়ের এই ফোনটি ৫জি সাপোর্ট করবে। অন্যদিকে, ৪জি সাপোর্ট করবে অপো এফ ১৯ প্রো ফোনটি । পাশাপাশি অপ্পো ব্যান্ড স্টাইলও এসেছে। যাতে SpO2 এবং হৃদস্পন্দন মাপার সুবিধাও থাকছে।
অপো এফ১৯ প্রো+ এর দাম ২৫, ৯৯০ টাকা। চেহারাও স্মার্ট। মাত্র ৭.৮ মিমি। আর ১৭৩ গ্রামের ওজন। রুপোলি ও কালো, আপাতত এই দুই রংয়ে পাওয়া যাবে পছন্দের এই স্মার্টফোন। অন্যদিকে, সিরিজ়ের এফ১৯ প্রো পাওয়া যাবে, ২১ হাজার ৪৯০ টাকায়।
দুটি ফোনেরও ডিসপ্লে ৬.৪৩ ইঞ্চ। ফুল এইচডি প্লাস রেজ়লিউশন। ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার সেলফির অভিজ্ঞতা সুন্দর করবে। প্যানেল সুরক্ষিত গোরিলা গ্লাস ৫-এ। ফোনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।
ব্যাক ক্যামেরা পার্টটিও সমৃদ্ধ। থাকছে অমনিভিশনে’র OV৪৮B ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সাথে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড স্ন্যাপার এবং ম্যাক্রো শট ও ডেপথ ডেটার জন্য ২ মেগাপিক্সেল অগজুলিয়ারি মডিউল।
৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ এই সিরিজের ফোনের বৈশিষ্ট্য। ব্যাটারি ৪,৩১০ mAh।
প্রি বুকিং শুরু হচ্ছে আগামিকাল, ৯ মার্চ থেকে। প্রথম বিক্রি শুরু ১৭ মার্চ।