বিগত যুগ ধরে ডেল ল্যাপটপ বেশ সাফল্যের সাথে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। যাত্রাপথে ডেল এবার একটি অত্যাধুনিক প্রযুক্তির গেমিং ল্যাপটপ নিয়ে আসছে এবং সেই ল্যাপটটি হচ্ছে ডেল জি ১৫। এই ল্যাপটপটি মূলত গেমিং এর জন্যই তৈরি করা হয়েছে। সম্প্রতি চীনে লঞ্চ হয়ে গেল উক্ত ল্যাপটপটির। এই ল্যাপটপটির পুরোপুরি স্পেসিফিকেশন এখনো জানা যায়নি তবে যেটুকু জানা গেছে সেটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
এবার আলোকপাত করা যাক এই ল্যাপটপটি নিয়ে।
ডেল জি ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে এবং যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটি ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। কনফিগারেশন অনুযায়ী ১২০ হার্জ, ১৬৫ হার্জ এবং ৩৬০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হবে। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫ ১০ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৪ জিবি সেটির রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস জি টি এক্স ১৬৫০। এছাড়া এই ল্যাপটপটির কি বোর্ড এ দেওয়া হয়েছে ব্যাকলাইট, এইচ ডি এম আই দেওয়া হয়েছে ২.০ পোর্ট, ইউ এস বি টাইপ এ ৩.২ পোর্ট, আর জে ৪৫ ইথারনেট পোর্ট এবং ২ টি ইউ এস বি টাইপ ২.০ পোর্ট। এছাড়া দেওয়া হয়েছে ব্লুটুথ ৫, ওয়াইফাই ৮০২.১১। ডেল জি ১৫ ল্যাপটপটি ৩ টি রঙ এ পাওয়া যাবে এবং সেগুলো হল কালো, ঘন সোনালী, সবুজ এবং ধূসর রঙ এ।
ডেল জি ১৫ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ৫,৫৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য হবে ৭৩,২১৫ টাকা।