করোনারি মহামারীতে রিয়েলমি তাদের আরেকটি নিউ ব্র্যান্ড ফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম হল রিয়েলমি জিটি ৫ জি ।আজকের আর্টিকেলে আমি আপনাদের রিয়েলমি এর এই নতুন মডেলের সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।তো চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে জিএসএম,এইচ এস পি এ ,সি ডি এম এ, ই ভি ডি ও,৫জি এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।
ডিসপ্লে: এতে থাকছে ৬.৮ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ওলেট এইচ ডি আর ১০ ডিসপ্লে।যার পিপিআই ডেনসিটি হল৫১৬। ডিসপ্লে রেজুলেশন হলো১৪৪০*৩২০০ পিক্সেল ।এর অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড১১যা রান করবে রিয়েলমি ইউ আই২ এর সাথে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম এস এম ৮৩৫০ যা ৫ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৬৬০।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটিভেরিয়েন্ট এই। তা হল ৮জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ,১২;২৫৬ এবং ১২,৫১২।
ক্যামেরা: এর ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,১৩মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,১৩ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। আর ফন্টে থাকছে একটি সেলফি ক্যামেরা
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এমএম হেডফোন জাক।
ব্যাটারি এবং চার্জার: এতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
সিকিউরিটি সিস্টেম: সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাইন্টেনড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
কালার: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি কালার ভেরিয়েন্ট এ। সেটা হল কালো রংয়ের।
দাম: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ৪৯০০০টাকার মতো।