করোনার এই মহামারিতে অপো তাদের এফ সিরিজের আরও একটি নতুন ফোন অপো এফ ১৯ প্রো লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করব এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। জানাব এর ব্যাটারি সুবিধা, অপারেটিং সিস্টেম, ক্যামেরা এবং আরো অন্যান্য আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচপি এ ,৫জি এবং এল টি ই টেকনোলজি এর সুবিধা।
বডি: এই ফোনের বডি ডাইমেনশন হলো ১৬০.১*৭৩।৪*৭.৮মিলিমিটার। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ১৭৩গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড এইচ ডি
প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৪.৯%। এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর। এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৪০৯। এর অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯ ।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও পি৯৫ যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি৫৭ এম সি ৩ ।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্ট এ। এটা হল ৮ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৪৩১০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৫০ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এ। একটি হল ফ্লুইড ব্ল্যাক এবং আরেকটি হল স্পেস সিলভার এবং আরেকটি হল কসমো ব্লু।
দাম: বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা।