যখন কোনো স্মার্টফোন নির্মাতা কোনো ডিভাইসের জন্য নতুন আপডেট আনে, তখন প্রথম দিকে স্বল্পসংখ্যক ফোনের জন্য সেই আপডেট রোল আউট করা হয়। এর একটা ভালো দিক হল, আপডেটে কোনো সমস্যা থাকলে সীমিত সংখ্যক ইউজাররা অসুবিধায় পড়বেন। ফলে বাকিদের জন্য সমস্যা মিটিয়ে নতুন আপডেট আনা হয়। ওয়ানপ্লাস তাদের নোর্ড ফোনের ক্ষেত্রেও একই রীতি বজায় রেখেছিল।
কিছুদিন আগেই এই ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১ আপডেট আনা হয়েছিল। প্রথমে কিছু সংখ্যক ডিভাইসের জন্য এই আপডেট রোল আউট করা হয়েছিল। তবে সেই ডিভাইসগুলিতে সমস্যা দেখা দেওয়ায় আপাতত এই আপডেট স্থগিত রাখা হচ্ছে।
ওয়ানপ্লাস ফোরামে একজন স্টাফ মেম্বার সমস্ত ওয়ানপ্লাস নর্ড ইউজারদের জানিয়েছেন, নতুন আপডেটে কিছু বাগ দেখা দেওয়ায় তারা আপাতত এই আপডেট স্থগিত রেখেছে। তবে শীঘ্রই সমস্যা সমাধান করে অক্সিজেনওএস ১১ আপডেট পুনরায় রোল আউট করা হবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।