২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং এর মত নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এর মত জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে।
চলুন জেনে নেয়া যাক, ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে সেরা ৬টি মোবাইল ফোন সম্পর্কে। তালিকার ফোনগুলো এদের বর্তমান বাজারমূল্যের অনুসারে সাজানো হয়েছে।
শাওমি রেডমি নোট ৯
আমাদের ৩০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকায় প্রথম নামটি শাওমির জনপ্রিয় নোট সিরিজের ফোন, শাওমি রেডমি নোট ৯ ফোনটি। উল্লেখ্য যে, ফোনটির শুধুমাত্র ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে তালিকায় রাখা হয়েছে। এছাড়াও আমাদের “২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকা” তে জায়গা করে নিয়েছে ফোনটির অন্যান্য ভ্যারিয়েন্ট।
বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, দারুণ ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন অফার করার মাধ্যমে ফ্যান ফেভারিট হয়ে গিয়েছে ফোনটি। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা। ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউটের মধ্যে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ৫০২০ মিলিএম্প ব্যাটারির ফোন রেডমি নোট ৯ এর আকর্ষণীয় ৬.৫৩ ইঞ্চির পাঞ্চহোল কাটআউট এর ফুলএইচডি+ ডিসপ্লে নজর কাড়বে যে কারো।
শাওমি রেডমি নোট ৯ এর দামঃ ২১,৯৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এম৩১
২২ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ভালো ফোন খুঁজছেন? নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১। সম্প্রতি স্যামসাং এর বাজেট কেন্দ্রিক এম সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যারা চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে ভরসার খাতায় রাখতে ইতঃস্তত বোধ করেন, তাদের জন্য ২২ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন হিসেবে অন্যতম পছন্দ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।
২২ হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করবে। এক্সিনোজ ৯৬১১ চালিত ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ফোনটির। স্যামসাং গ্যালাক্সি এম৩১ এ রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২১,৯৯৯ টাকা
রিয়েলমি ৬
প্রতিযোগিতাপূর্ণ প্রাইসিং ও অপেক্ষাকৃত ভালো স্পেসিফিকেশন এর সমন্বয়ে দেশের বাজারে অল্প সময়ের মধ্যেই গ্রাহক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রিয়েলমি এর স্মার্টফোনগুলো। ২৩ হাজার টাকার মধ্যে একটি অল-ইন-ওয়ান প্যাকেজ রিয়েলমি ৬ ফোনটি। ফোনটির ডিজাইন ও অসাধারণ। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট ও পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা ফোনটির সৌন্দর্য নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। রিয়েলমি ৬ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি র্যাম এর ফোন, রিয়েলমি ৬ এ প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর হেলিও জি৯০টি। রিয়েলমি ৬ এ থাকছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার যা ফোনটির ৪৩০০ মিলিএম্প এর ব্যাটারিকে ৫৫ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।
রিয়েলমি ৬ এর দামঃ ২২,৯৯০ টাকা
পোকো এম২ প্রো
আমাদের এই ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় রয়েছে পোকো’র পোকো এম২ প্রো ফোনটি। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোন, পোকো এম২ প্রো তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এছাড়াও ফোনটির ৫০০০ মিলিএম্প ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
পোকো এম২ প্রো ফোনটিও তালিকার অন্যান্য সব ফোনের মত কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে, যা ৪৮ মেগাপক্সিলের ছবি আউটপুট দিতে পারে। ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড ও থাকছে ১৬ মেগাপিক্সেল পাঞ্চহোল সেল্ফি ফ্রন্ট ক্যামেরা।
পোকো এম২ প্রো এর দামঃ ২২,৯৯৯ টাকা
ভিভো ভি২০ এসই
ভিভোর ফোন যাদের পছন্দ, তাদের জন্য আমাদের তালিকার এই অসাধারণ ফোনটি। বলছি ভিভো ভি২০ এসই ফোনটির কথা। এটি মুলত ভিভোর ভি২০ ফোনটির স্পেশাল এডিশন। ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে ভিভো ভি২০ এসই ফোনটিতে।
ভিভো ভি২০ এসই তে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ ও ৩২ মেগাপিক্সেলের অসাধারণ সেল্ফি ক্যামেরা। সেল্ফি লাভারদের জন্য ২৫ হাজার টাকার মধ্যে ভিভো ভি২০ এসই ফোনটি পারে সেরা পছন্দ।
ভিভো ভি২০ এসই এর ৪১০০ মিলিএম্প এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করা যায় ৩৩ ওয়াট এর ফ্ল্যাশচার্জার দ্বারা। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ তেমন শক্তিশালী না হলেও ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর কম্বো ফোনটির ইউজার এক্সপেরিয়েন্সে কোনো বাধার সৃষ্টি করবে না।
ভিভো ভি২০ এসই এর দামঃ ২৪,৯৯০ টাকা
অপো এফ১৯ প্রো
অপো এফ১৯ প্রো ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউট দেখে যেকেউ এটিকে আইফোন ১১ সিরিজের সাথে গুলিয়ে ফেলতে পারে। অপোর ফোনগুলো মুলত ক্যামেরা-কেন্দ্রিক হয়। এই ফোনটিও তার ব্যাতিক্রম নয়। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন, অপো এফ১৭ প্রো রয়েছে ডুয়াল সেল্ফি ক্যামেরা।
অপো এফ১৭ প্রো এর ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লেটি একটি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন প্যানেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও পি৯৫ প্রসেসর। অপো এফ১৯ প্রো ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে র্যাম থাকছে ৮ জিবি ও স্টোরেজ থাকছে ১২৮ জিবি। ৪৩১০ মিলিএম্প এর ব্যাটারির ফোন অপো এফ১৭ প্রো ফুল চার্জ করা যাবে ৫৩ মিনিটেই, এর ভুক ফাস্ট চার্জিং দ্বারা।
অপো এফ১৯ প্রো এর দামঃ ২৮,৯৯০ টাকা