মুক্তি পেলো অপো ফাইন্ড এক্স৩ সিরিজ। অপো ফাইন্ড এক্স৩ প্রো, অপো ফাইন্ড এক্স৩ নিও ও অপো ফাইন্ড এক্স৩ লাইট – এই ফোন তিনটি গ্লোবালি পাওয়া যাবে। অন্যদিকে, অপো ফাইন্ড এক্স৩ শুধুমাত্র চীনে এক্সক্লুসিভলি পাওয়া যাবে।
বরাবরের মতোই ক্যামেরাই হতে চলেছে অপো এর ফ্ল্যাগশিপ লাইন-আপ, ফাইন্ড এক্স সিরিজের তৃতীয় কিস্তির এই ফোনগুলো। ফাইন্ড এক্স৩ সিরিজের ক্যামেরা কাটআউট দেখতে অনেকটা আইফোনের ক্যামেরা কাটআউটের ইনভার্টেড ফর্ম বলে মনে হয়।
চলুন জেনে নেয়া যাক অপো ফাইন্ড এক্স৩, ফাইন্ড এক্স৩ প্রো, ফাইন্ড এক্স৩ নিও ও ফাইন্ড এক্স৩ লাইট – ফোন চারটির ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার, হার্ডওয়্যার, দাম সম্পর্কে বিস্তারিত।
অপো ফাইন্ড এক্স৩ চলবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালার ওএস ১১.২ দ্বারা। থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি+ ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৮৭০ এর সাথে ফোনটিতে থাকছে সর্বোচ্চ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পর্যন্ত।
ফোনটির কোয়াড ক্যামেরা সেটাপে থাকছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ও ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর। ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিয়ে পাওয়া যাবে ২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুম এর সুবিধা। থাকছে ৩ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যা অসাধারণ ম্যাক্রো ছবি তুলতে সক্ষম।
৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে থাকছে ৪,৫০০ মিলিএম্প এর ব্যাটারি। আরো রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ ও এনএফসি সাপোর্ট ও রয়েছে ফোনটিতে