রিয়েলমি তাদের সি সিরিজের আরও একটি নতুন ব্র্যান্ড ফোন রিয়েলমি সি ২৫ লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো ফোনটির ব্যাটারি, প্রসেসর , ক্যামেরা সেটআপ এবং আরো অন্যান্য সব আকর্ষণীয় ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেজুলেশন হল ৭২০*১৬০০ মেগা পিক্সেলের। পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ২৭০।এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এখানে নেটওয়ার্ক হিসেবে রয়েছে জিএসএম, এইচ এস পি ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্ট। তা হল ৪ জিবি রেম এর সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এর পেছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সরটি হলো ৪৮ মেগা পিক্সেলের,২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা । সঙ্গে এলইডি ফ্ল্যাশ তো থাকছেই। এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড১০। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৭০ যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপি ইউ হিসেবে থাকছে মালি জি ৫২। এতে থাকছে ৬০০০ মিলি এম্পিয়ার নন রিমুভেবল এর একটি হিউজ ব্যাটারি। সঙ্গে থাকছে ১০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্ট এর। একটি হচ্ছে ক্রস ব্লাক এবং আরেকটি হলো ক্রস ব্লু।এবারে কথা বলি ফোনটির দাম এর ব্যাপারে। বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ৩১০০০ টাকার মতো।