মিডরেঞ্জের স্মার্টফোন থেকে সরে এসে অনেক গ্রাহকের ঝোঁক এখন ফ্ল্যাগশিপে। পছন্দের ব্র্যান্ডের সবচেয়ে সেরা সিরিজের, সেরা ক্যামেরা ও সেরা মানের স্মার্টফোনটি নিতে ফ্ল্যাগশিপ ফোনের যেনো কোনো বিকল্প নেই । দেশি-বিদেশি কোম্পানিগুলোও তাই আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের সেরাটি নিয়ে আসছে বাজারে ।
এরই ধারাবাহিকতায় দেশে এবার আসছে ভিভো’র এক্স সিরিজের ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । ভিভো’র সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের । এর আগে বাংলাদেশে ভিভো’র ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও- এক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে ।
তবে ভিভো বাংলাদেশ থেকে এখনও এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্স নিয়ে কোনো ঘোষণা আসেনি । এদিকে কিছুদিন আগেই পার্শ্ববর্তী দেশ ভারতে যাত্রা শুরু করেছে ভিভো’র এক্স ৫০ স্মার্টফোনটি । এরই মধ্যে দেশটিতে আবার এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো ।
ভিভো বাংলাদেশ এর তথ্যমতে, ভিভো’র এক্স সিরিজের স্মার্টফোনগুলো ’ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন । এক্স সিরিজ দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করতে চায় ভিভো । পাশাপাশি এই ভিভো এক্স সিরিজ বাংলাদেশে এলে বর্তমানে বাজারে থাকা আইফোন ১১, আইফোন ১১ প্রো, স্যামসাং এস২০, স্যামসাং এস২০ আলট্রা, হুয়াওয়ে পি৪০- এই ফোনগুলোর সমমানের প্রতিদ্বন্দ্বী হবে । একই সাথে এটি হবে বাংলাদেশে ভিভো’র সবচেয়ে দামি ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন ।