একবারে ভাঁজযোগ্য ফোনে সন্তুষ্ট নয়? চিন্তা নেই। এবার দুদিকে ভাঁজযোগ্য ফোন নিয়ে আসছে স্যামসাং। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষের দিকেই এ ডাবল ফোল্ডিং ফোন নিয়ে আসবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। ফোনটির চূড়ান্ত নকশা কেমন হবে, তা নিয়ে এখনো কাজ চলছে বলে জানায় নিক্কেইয়ের সূত্রগুলো। ফোনটির প্রধান স্ক্রিনটি যখন পুরোপুরি খোলা হবে, তখন তার অ্যাসপেক্ট রেশিও দাঁড়াবে ১৬:৯ বা ১৮:৯। এটা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ২-এর চেয়ে কিছুটা ভিন্ন। ওই ফোল্ডিং ফোনটির অ্যাসপেক্ট রেশিও ছিল ২৫:৯।
গত বছরের জুনে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ নামে একটি ডাবল ফোল্ডিং ফোনের প্যাটেন্টের আবেদন করেছিল। তবে স্যামসাংয়ের আসন্ন ফোনটি ওই নকশার হবে কিনা এটা স্পষ্ট নয়।
নিক্কেইয়ের প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর গ্যালাক্সি জেড ফোল্ড ও গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনের নতুন ভার্সন নিয়ে আসবে স্যামসাং।
ভাঁজযোগ্য ফোনের বাজারে শীর্ষ অবস্থান গ্রহণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে স্যামসাং। প্রতি বছর যে এক কোটি ইউনিট স্যামসাং গ্যালাক্সি নোট বিক্রি হতো, এবার ভাঁজযোগ্য ফোন বিক্রি সে পরিমাণ করার লক্ষ্যমাত্রা বিশ্বের শীর্ষ এ মোবাইল ব্র্যান্ডটির। ম্যাশেবল