এইচপি ল্যাপটপ বিশ্বস্ততার এক নাম। দীর্ঘদিন ধরে আমাদের সার্ভিস দিয়ে আসছে। এইচ পি ল্যাপটপ এবার নতুন রুপে সজ্জিত হচ্ছে এবং এর সংযোজন করা হচ্ছে এইচ পি প্রো বুক ৪৭০ এর। দুর্দান্ত হতে চলেছে এই ল্যাপটপটি। এর বিল্ড কোয়ালিটি ও মনোমুগ্ধকর লুকিং নজর কাড়তে সক্ষম। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এইচ পি প্রো বুক ৪৭০ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৭.৩০ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৫ কেজি এবং এর আয়তন হবে ৪১.৩৮X২৭৬.০০X২২.৫০। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই-৫ ৮ম জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে ইন্টেল এইচ ডি গ্রাফিক্স ৬২০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৫১২ জিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ৩.৭ গিগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৪.২, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। এইচ পি প্রো বুক ৪৭০ ল্যাপটপে দেওয়া হয়েছে ৪৮ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। শুধুমাত্র সিলভার রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি। ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ।
এইচ পি প্রো বুক ৪৭০ এর মূল্যঃ
এই ল্যাপটপটির প্রত্যাশিত মূল্য এখনো সঠিকভাবে জানা যায়নি। বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে।