শাওমি এবার বাজারে আনছে তাদের নতুন ফ্লাগশিপ মোবাইল এমআই ১১ আল্ট্রা। এর আগে তারা বাজারে এনেছিল এমআই ১০ সিরিজ। চলুন জেনে নেয়া যাক কি কি নতুন্ত্ব থাকছে এতে।
বিল্ড কোয়ালিটি
মোবাইলটির ডিজাইন করা হয়েছে অনেক প্রিমিয়াম।।মোবাইলটির বডি ডাইমেনশন 164.3 x 74.6 x 8.4মিলিমিটার।মোবাইলটির ওজন 234 গ্রাম।এর সামনে পেছনে দেয়া হয়েছে গ্লাস।যার সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস।এটি আইপি ৬৮ ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেংস।।এতে অন্যান্য মোবাইলের মত ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড।
ডিসপ্লে কোয়ালিটিঃ
এতে ব্যবহার করা হয়েছে ৬.৮১ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ৯০০নিটস।এতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট । ডিসপ্লেটি ১বিলিয়ন কালার সাপর্ট ।ডিসপ্লেটির রেজুলেশন 1440 x 3200 পিক্সেলস ।এটি এইচডিয়ার ১০ সাপর্ট করে।তাই ইউটিউব এবং নেটফ্লিক্স এর ভিডিও দেখা যাবে এইচডি রেজুলেশনে।ডিসপ্লেটির সুরক্ষার জন্য দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।চোখের সুরক্ষায় এতে দেয়া হয়েছে ডব্লি ভিসন।
হার্ডওয়ার সেকশন
এতে দেয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর।এটি একটী ৫ন্যানো মিটারের অক্টা কোর প্রসেসর।জিপিইউ হিসেবে এতে থাকছে এড্রিনো ৬৬০।মোবাইলটি রান করবে অ্যান্ডয়েড ১১ এ।ইউজার ইন্টার ফেস হিসেবে থাকছে সাওমির নিজ্বস ইউআই এমআইইউআই ১২.৫ এ।
স্টোরেজ
মোবাইলটি বেস কিছু ভেরিয়েন্ট এ পাওয়া যাবে ২৫৬জিবি রম ৮জিবি র্যাম,২৫৬জিবি রম ১২জিবি র্যাম এবং ১২জিবি র্যাম এর সাথে ৫১২ জিবি রম।এতে আলাদা করে কোন এসডি কার্ড ব্যবহারের সুবিধা নেই।
ক্যামেরা
এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের।সাথে আছে ৪৮মেগাপিক্সেলের আলট্রা অয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগা পিক্সেলের ৫এক্স অপ্টিকাল যুম।ভিডিও করা যাবে ৮কে ২৪এফপিএস,৪কে-৩০/৬০এফপিএস,১০৮০-৩০/৬০এফপিএস।সামনে থাকছে ২০মেগাপিক্সেলের ক্যামেরা।এতে ভিডিও করা যাবে ১০৮০-৩০এফপিএস।
সাউন্ডঃ
এতে দেয়া হয়েছে হারমান কারডন এর স্টেরিও স্পিকার। এতে ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করার সুবিধা নেই।
অন্যান্য ফিচারস
এতে থাকছে আন্ডার ডিসপ্লে অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট।
ব্যাটারিঃ
এতে দেয়া হয়েছে ৫০০০মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি,এতে আছে ৬৭ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।যা আপনার মোবাইল টীকে ৩৬মিনিটে ফুল চার্জ করে দিবে।
কালার এবং দাম
মোবাইলটি সেরামিক হোয়াইট এবং সেরামইক ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। মোবাইলটী দেশের বাজারে এখন আসে নাই তাই এর দাম সম্পর্কে কিছু বলা যাচ্ছে নাহ।