বর্তমান বিশ্বে ইয়ারবাডস এর চাহিদা ব্যাপক হারে বাড়ছে। নানারকম কোম্পানি মেলে ধরছে তাদের ইয়ারবাডস এর গুণাগুণ। সময়ের সাথে তাল মেলাতে এবার নতুন ইয়ারবাডস নিয়ে আসছে স্কালক্যান্ডি ডাইম ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এপ্রিল মাসের ৪ তারিখ হতে বাজারে পাওয়া যাবে এই ইয়ারবাডসটি। চলুন দেখে নেওয়া যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
স্কালক্যান্ডি ডাইম ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এর সারা দেওয়ার ক্ষমতা হয়েছে মাত্র ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত। এখানে দেওয়া হয়েছে ৫.০ ব্লুটুথ। উক্ত ইয়ারবাডস এর ওজন দেওয়া হয়েছে মাত্র ৩২ গ্রাম। এই ইয়ারবাডস এর সাথে বাটন দেওয়া হয়েছে যার দ্বারা ট্র্যাক বদলানো , ভলিউম কম বেশি করা, কল রিসিভ করা , রিজেক্ট করা সহ সবরকম সুযোগ রয়েছে। স্কালক্যান্ডি ডাইম ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস তে দেওয়া হয়েছে ২০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ৩.৫ ঘন্টা। এবং আরো থাকছে কম্প্যাক্ট চার্জিং কেস এ দেওয়া হয়েছে ১৫০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ৮.৫ ঘন্টা। সবমিলিয়ে ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। এই ইয়ারবাডস এর বিশেষ গুণ হল এটি জল প্রতিরোধী। চার্জের জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউ এস বি পোর্ট । এই ইয়ারবাডসটি আমার কাছে বেশ ভাল লেগেছে।
স্কালক্যান্ডি ডাইম ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ২,২৪৯ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২,৫৯৮ টাকা।