হুয়াওয়ে কোম্পানি মোবাইলের পাশাপাশি এবার স্মার্টওয়াচ এর বাজারে পদার্পণ করেছে। হুয়াওয়ে এবার আমাদের মাঝে নিয়ে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬। দারুণ ফিচার নিয়ে আসছে এই স্মার্টওয়াচটি। সম্প্রতি মালয়েশিয়াতে লঞ্চ করা হল এই স্মার্টওয়াচটির। চলুন দেখে নেওয়া যাক এই ওয়াচটিতে কি কি থাকছে।
হুয়াওয়ে ব্যান্ড ৬ তে দেওয়া হয়েছে ১.৪৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯৪X৩৬৮ পিক্সেল। এই ওয়াচটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১৮ গ্রাম এবং এর আয়তন দেওয়া হয়েছে ৪৩X২৫.৪X১০.৯৯ মিলিমিটার। স্ক্রিন থেকে বডির অনুপাত হবে ৬৪ শতাংশ। ৯৬ টি ওয়ার্ক আউট মোড দেওয়া হয়েছে এই ওয়াচটিতে। সেগুলোর মধ্যে থাকছে রানিং, সুইমিং, রোয়িং সহ নানা রকম মোড। উক্ত ওয়াচটিতে দেওয়া হয়েছে ব্লুটূথ ৫.০। এই ওয়াচটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অ্যান্ড্রোয়িড ভার্সন ৬.০ ও আই ও এস ৯.০ সাপোর্ট নিবে। হুয়াওয়ে ব্যান্ড ৬ এর ব্যাটারি যার লাইফ দিবে ১৪ দিন এছাড়া যদি খুব বেশি ব্যবহার করা যায় তাহলে এটি ১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিবে। মাত্র ৫ মিনিট চার্জেই এমন ব্যাকআপ দিবে ব্যাটারিটি। এই বিষয়টি আমার খুব ভাল লেগেছে। এই ওয়াচটির একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হল এটি জল ও ধূলা প্রতিরোধী।
মূল্যঃ
হুয়াওয়ে ব্যান্ড ৬ এর মূল্য নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার মূল্য অনুযায়ী ২১৯ য়ার এম যার বাংলাদেশী মূল্য হবে ৪,৩৭৮ টাকা মাত্র।