এসার ল্যাপটপ তার গুণগত মান বজায় রেখে এবার নিয়ে এলো এসার নাইট্রো ৫ ল্যাপটপ। এটি একটি হাই কনফিগারের ল্যাপটপ হতে চলেছে। এই ল্যাপটপটির ফিচার দেওয়া হয়েছে অত্যাধুনিক। এটি একটি গেমিং ল্যাপটপ। এর বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে এই ল্যাপটপটি।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এসার নাইট্রো ৫ এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি এল ই ডি ব্যাকলাইট আই পি এস কমফি ভিউ ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটির রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। এর ফলে ল্যাপটপটি খুব ফাস্ট কাজ করবে। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৪ কেজি এবং এর আয়তন দেওয়া হয়েছে ৩৬৩.৪X২৫৫X২৩.৯ মিলিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ৫ হেক্সাকোর ৫৬০০ এইচ প্রসেসর এবং র্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৬০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ১ টিবি এর হার্ড ডিস্ক এবং এর স্পীড হবে ৭২০০ আর পি এম। উক্ত ল্যাপটপটির ও এস দেওয়া হয়েছে ১০ হোম। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এসার নাইট্রো ৫ এ ল্যাপটপে দেওয়া হয়েছে ৪ সেল এর ৫৭.৫ ডব্লিউ এইচ আর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ১০ ঘন্টা পর্যন্ত। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা ও ডুয়েল মাইক্রোফোন যেগুলো একটি ভালমানের ল্যাপটপের জন্য আবশ্যক। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ব্যাকলাইট কিবোর্ড যার ফলে অন্ধকারে ভাল সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি। এসার নাইট্রো ৫ ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ১ বছরের ওয়ারেন্টি।
এসার নাইট্রো ৫ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ৯৪,৯৯০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ১,০৭,৯৮৫ টাকা মাত্র। ল্যাপটপটি আমার খুব ভাল লেগেছে।