ল্যাপটপ এর জগতে যখন সব কোম্পানি ব্যস্ত নতুন উদ্ভাবন নিয়ে তখন এল জি কেন থাকবে পিছিয়ে। এল জি এবার হাই পারফর্মেন্স করা ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে। সেই ল্যাপটোপটি হচ্ছে এল জি আল্ট্রা গিয়ার ১৭। ভাল গেমিং এবং হাই কোয়ালিটির ভিডিও এডিটিং সহায়ক হবে এই ল্যাপটপটি। সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে লঞ্চ করা হল এই ল্যাপটপটি। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এল জি আল্ট্রা গিয়ার ১৭ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৭ ইঞ্চি বিশিষ্ট ডব্লিউ কিউ এক্স জি এ ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ২৫৬০X১৬০০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.৯৫ কেজি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে টাইগারলেক ইন্টেল কোর প্রসেসর কোর আই ৭ হবে এটি এবং র্যাম হবে ৮ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস জি টি এক্স ১৬৫০ আই। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৫১২ জিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির র্যামের স্পিড দেওয়া হয়েছে ৩২০০ মেগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এখানে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। এল জি আল্ট্রা গিয়ার ১৭ ল্যাপটপে দেওয়া হয়েছে ৮০ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে অতুলনীয়। এল জি আল্ট্রা গিয়ার ১৭ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ডুয়েল কুলিং ফ্যান যার ফলে খুব ভাল পারফর্ম দিতে সক্ষম হবে। আপনি যদি হাই গেমিং এবং ভিডিও এডিটিং এর ব্যবহারের জন্য এই বাজেটের মধ্যে কোন ল্যাপটপ খুজে থাকেন তাহলে এটি হবে আপনার জন্য সেরা ল্যাপটপ।
এলজি আল্ট্রা গিয়ার ১৭ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার মূল্য অনুযায়ী কে আর ডব্লিউ ২.২৪ মিলিয়ন যার বাংলাদেশী মূল্য হবে ১,৬১,২৮০ টাকা।