নকিয়া ব্র্যান্ড একটি বিশ্বস্ততার একটি নাম। মোবাইলের দীর্ঘ বছর রাজত্বের পরে এবার ইয়ারবাডস এর প্রতি ঝুকেছে নোকিয়া। নোকিয়া ইয়ারবাডস এবার নিয়ে আসছে নকিয়া লাইট ইয়ারবাডস। গুণে ও মানে এই ইয়ারবাডসটি অসাধারণ হবে। চলুন দেখে নেওয়া যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
নকিয়া লাইট ইয়ারবাডস এর সারা দেওয়ার ক্ষমতা হয়েছে মাত্র ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ পর্যন্ত। এখানে দেওয়া হয়েছে ৫.০ ব্লুটুথ। এই ইয়ারবাডসটি ১০ মিটার দূরত্ব পর্যন্ত সাপোর্ট দিবে। উক্ত ইয়ারবাডস এর আয়তন দেওয়া হয়েছে ৭৫.২৫X৩৮X২৯ মিলিমিটার। নোকিয়া লাইট ইয়ারবাডস তে দেওয়া হয়েছে ৪০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ৬ ঘন্টা। এবং আরো থাকছে কম্প্যাক্ট চার্জিং কেস এ দেওয়া হয়েছে ৪০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার সবমিলে ব্যাকআপ দিবে ৩৬ ঘন্টা। কালো এবং মেরু সমুদ্র রঙ এ পাওয়া যাবে এই ইয়ারবডসটি।
নকিয়া লাইট ইয়ারবাডস এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ ইউরো যার বাংলাদেশী মূল্য হবে ৩,৮৫০ টাকা।