বর্তমান বিশ্বে স্মার্টওয়াচের চাহিদা ব্যাপকভাবে বেড়েই চলেছে। কিন্তু সেগুলোর মূল্য আকাশচুম্বী হওয়ার কারণে অনেকেই ইচ্ছা ও চাহিদা থাকার কারণে ও কিনতে পারছে না। বাজেটের কথা মাথায় রেখে এবার আসছে টিকওয়াচ জি টি এইচ স্মার্টওয়াচ। সম্প্রতি লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচটির। চলুন দেখে নেওয়া যাক এই ওয়াচটিতে কি কি থাকছে।
টিকওয়াচ জি টি এইচ স্মার্টওয়াচ তে দেওয়া হয়েছে ১.৫৫ ইঞ্চি বিশিষ্ট আয়তক্ষেত্রাকার টি এফ টি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৩৬০X৩২০ পিক্সেল। এই ওয়াচটির আয়তন দেওয়া হয়েছে ৪৩.২X৩৫.২X১০.৫ মিলিমিটার। এই ওয়াচটির সাথে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.১ যার দ্বারা ফোনে সংযোগ দেওয়া যাবে।
উক্ত ওয়াচটির সাথে দেওয়া হয়েছে ২৬০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাকআপ অতুলনীয়। ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিবে এই ওয়াচটি যার জন্য চার্জ দিতে হবে মাত্র ২ ঘন্টা। ১৪ রকম মোড দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচটিতে যেগুলোর মধ্যে ব্লাড অক্সিজেন মনিটরিং, স্ট্রেস মনিটরিং, স্লীপ মনিটরিং অন্যতম কোভিড- ১৯ এর সতর্কতা ও দিবে এই স্মার্টওয়াচটি।
টিকওয়াচ জি টি এইচ স্মার্টওয়াচ এ দেওয়া হয়েছে ম্যাসেজ, ফোন লোকেট, মিউজিক কন্ট্রোল, সোস্যাল আপডেট সহ যাবতীয় সুবিধা। এই ওয়াচটির একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হল এটি জল ও ধূলা প্রতিরোধী। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই স্মার্টওয়াচটি। ওয়াচটি আমার কাছে খুব ভাল লেগেছে।
মূল্যঃ
টিকওয়াচ জি টি এইচ স্মার্টওয়াচ এর মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৬,৭৮৩ টাকা মাত্র।