বর্তমান বিশ্বে সিকিউরিটি ক্যামেরার চাহিদা ও গুরুত্ব অপরিসীম। বাড়ি, ব্যাংক, অফিস, ফ্যাক্টরি সহ নানা রকম স্থানে এটি ব্যবহার করা হচ্ছে তাই এর চাহিদা বেড়েই চলেছে। সেগুলো মাথায় রেখে বাজারে নতুন সি সি ক্যামেরা নিয়ে আসছে এ সি টি হোম ক্যাম। এটি মূলত বাড়িতে ব্যবহার করার জন্য তৈরী করা হয়েছে। সম্প্রতি ভারতে লঞ্চ করা হল এই সি সি ক্যামেরাটির। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে এই সি সি ক্যামেরাটি।
এই হোম ক্যামটি এ সি টি ফাইবারনেট টি পি লিংক এর সাথে যৌথভাবে তৈরী করেছে। এই হোম ক্যামতে দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেল এর এইচ ডি ক্যামেরা। যার দ্বারা ১০৮০ পিক্সেল এর ভিডিও করা যাবে। এটি ১১০ ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল থেকে ও ভালভাবে ভিডিও করা যাবে এছাড়া রাতে ৩০ ফিট দূর থেকে পরিষ্কারভাবে ভিডিও করা যাবে। উক্ত হোম ক্যামটি অপছন্দনীয় কিছু দেখলে সংকেত দিবে। এ সি টি হোম ক্যাম তে দেওয়া হয়েছে মাইক্রো এস ডি কার্ড স্লট যাতে ১২৮ জিবির ফুটেজ স্টোরেজ সাপোর্ট দিবে এবং এটি ২৪ দিন পর্যন্ত চলবে। এতে আরো দেওয়া হয়েছে সময়সূচীর অটো রেকর্ডিং সুবিধা যার দ্বারা অনেক সুবিধা পাওয়া যাবে। এ সি টি হোম ক্যাম ২.৪ গিগাহার্জ ওয়াই ফাই সাপোর্ট দিবে। এই হোম ক্যামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি মোবাইলে টি পি লিংক টাপো অ্যাপ ইন্সটল দিয়ে ওয়াই ফাই এর মাধ্যমে যেকোন যায়গা থেকে সি সি ক্যামেরাতে ভিডিও প্রদর্শনী সরাসরি দেখা যাবে। এই হোম ক্যামটি আমার কাছে খুব ভাল লেগেছে।
এবার আলোচনা করা যাক এ সি টি হোম ক্যাম এর মূল্য নিয়েঃ
এ সি টি হোম ক্যাম এর মূল্য নির্ধারণ করা বাংলাদেশের মূল্য অনুযায়ী ২,৫৫৭ টাকা। এছাড়া এটি অফিসিয়াল ওয়েবসাইট হতে মাসিকভাবে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২২৭ টাকাতে সাবস্ক্রিপসন প্যাক কেনা যাবে।