খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে আসুসের জেন ফোন সিরিজের নতুন স্মার্ট ফোন আসুস জেনফোন ৮ মিনি । বছরে কেবল মাত্র দুই মৌসুমে আসুস বাজারে তাদের নতুন ফোন গুলোকে নিয়ে আসে । ব্যতিক্রম কিছু হয়নি এই বেলাতেও। চলুন একটু ধারণা নেওয়া যাক আসুস তাদের নতুন চমক এ কি কি নিয়ে আসতে পারে সে সম্পর্কে…
যেমন হবে বিল্ড কোয়ালিটি!
বরাবরের মতো আসুস তাদের এই ডিসপ্লে সেকশনে গ্লাস ব্যবহার করবে ।পেছনের রেয়ার যতদূর সম্ভব অ্যালমনিয়ামের তৈরি হবে। এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ৬। অফিশিয়ালি জানা গেছে এবারে আসুস তাদের এই ফোনটিতে এক ধরনের প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসতে চলেছে। এবং অন্য স্মার্টফোন গুলোর তুলনায় এটি অনেকটা ভিন্নতর হবে ।বলতে গেলে একদম ইউনিক ডিজাইন!
যেমনটা হতে পারে ডিসপ্লে সেকশন:
অফিশিয়ালি জানানো হয়েছে আসুস তাদের এবারের ডিসপ্লে তে কোন ধরনের নচ ব্যবহার করবে না। যার ফলে আপনি পাবেন ফুল ভিউ ডিসপ্লে । আসুস সম্ভবত এবারে ব্যবহার করতে চলেছে ৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে । যার ফলে কন্টেন্ট লাভারদের জন্য বেশ উপযোগী হতে চলেছে আসুসের এই ফোনটি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ডিসপ্লে তে ব্যবহার করা 120 হার্জের রিফ্রেশ রেট প্যানেল ।
যেমনটা হতে পারে ফোনের পারফরম্যান্স সেকশনঃ
ফোনের পারফরম্যান্স সোর্সকোড থেকে এটা মোটামুটি নিশ্চিত এবারের ফোনটিতে আসুস কোয়ালকম স্ন্যাপড্রাগন ট্রিপল এইট ব্যবহার করতে চলেছে ।যেটি কিনা বরাবরের মত একটি গেমিং প্রসেসর। যার ফলে গেম স্ট্রিমিং করা যাবে খুব সহজে ।এমনটাই ধারণা করছে টেক লাভাররা।
যেমনটা হতে পারে ফোনের ক্যামেরা সেকশনঃ
সম্প্রতি সময় অফিশিয়াল জানা গিয়েছে এই ফোনে ব্যবহার করা হতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রথম অর্থাৎ প্রধান ফোকাস কি হতে চলেছে 64 মেগাপিক্সেল ।মূলত এখানে ব্যবহার করা হয়েছে একটি ফ্লিপ ক্যামেরা। যেটি ব্যবহার করে এটি একই সাথে রেয়ার এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। দেখা যাক নতুন চমক কি বয়ে নিয়ে আসে আসুসের ভাগ্যে!
যেমনটা হতে পারে চার্জার সেকশন
ফোনের ডিসপ্লে যেহেতু ৬ ইঞ্চি এর ভেতরে। সুতরাং এখানে ৪০০০ থেকে শুরু করে ৪৫০০ এম এ এইচ এর ব্যাটারি ব্যবহার করা হতে পারে ।এবং বরাবরের মতো থাকতে পারে ফাস্ট চার্জিং টেকনোলজির সম্পন্ন একটি চার্জার ।খুব সম্ভাবনা রয়েছে ১৫ ওয়াট বা তার আশে পাশে থাকার ।