দীর্ঘদিন পরে এসার স্পিন সিরিজের ল্যাপটপের নতুন সংযোজন করা হল এবং সেই ল্যাপটপটি হল এসার স্পিন ৭। এসার স্পিন এর আগের ল্যাপটপগুলোর গুণগত মান বজায় রাখার জন্য এই ল্যাপটপটিতে ও দেওয়া হচ্ছে অত্যাধুনিক ফিচার ও অসাধারণ বিল্ড কোয়ালিটি। অসাধারণ হতে চলেছে এই ল্যাপটপটি। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফেকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এসার স্পিন ৭ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। ডিসপ্লেতে দেওয়া হয়েছে ২৫০ নিটস পিকস ব্রাইটনেস। এছাড়া এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১.৪ কেজি এবং এটি ১৫.৯ মিলিমিটার সরু। এসার স্পিন ৭ ল্যাপটপ এ দেওয়া হয়েছে কোয়ালকম ক্রায়ো ৪৯৫ অক্টাকোর প্রসেসর যাতে ৩.০ গিগাহার্জ বুট করা যাবে। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে কোয়ালকম অ্যাড্রিনো ৬৮৫। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এর হার্ডডিস্ক। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৫৬ ডব্লিউ এইচ এর ব্যাটারি যার খুব সুন্দর ব্যাকআপ দিবে। ২৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে এই ল্যাপটপটি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২, ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। শুধুমাত্র নীল রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি। ল্যাপটপটির ফিচার ও লুকিং আমার কাছে খুব ভাল লেগেছে।
এসার স্পিন ৭ ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ১,৫২,৩০৮ টাকা।