দেশীয় ব্রান্ড হিসেবে ওয়ালটন ধিরে ধিরে অনেক এগিয়ে যাচ্ছে।তারা ধিরে ধিরে চেষ্টা করছে আন্ত্রজার্তিক মানের মোবাইল ফোন গ্রাহকদের মাঝে পৌছে দেবার।এবার তারা বাজারে এনেছে তাদের “আর এক্স”সিরিজের নতুন ফোন আর এক্স ৮।তো চলুন জেনে নেয়া যাক কি কি থাকছে এই ফোনে।
বিল্ড কোয়ালিটি
মোবাইলটি প্লাস্টিক ফ্রেমে তৈরি ।এর ব্যাক এ দেয়া হয়েছে প্লাস্টিক এবং ফ্রন্টে আছে গ্লাস।মোবাইলটির বডি ডাইমেনশন 163.3 x 75.6 x 8.3 মিলি মিটার।মোবাইলটির ওজন ১৮৯ গ্রাম।এতে ব্যবহার করা যাবে ডুয়েল ন্যানো সিমকার্ড।
ডিসপ্লে
মোবাইলটি তে ব্যবহার হয়েছে ৬.৫৫ইঞ্চির ডিসপ্লে।ডিসপ্লেটি তে এল্টিপিএস ইনছেল টেকনলজি ব্যবহার করা হয়েছে।যার নিট ব্রাইটনেস ৪০০নিটস।ডিসপ্লেটির রেশিও ২০ঃ৯।এর রেজুলেশন ৭২০*১৬০০পিক্সেলস।
প্লাটফর্ম
এতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও পি২২ চিপসেট।এটি ১২ন্যানো মিটারের একটি অক্টা কোর প্রসেসর।সাথে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিয়ার রগ জিই৮৩২০।
স্টোরেজ
মোবাইলটি বাজারে ১টি মাত্র ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।১২৮জিবি রম এবং ৪জিবি র্যাম।আলাদা করে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ আছে।
ক্যামেরা
এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ।মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৬মেগাপিক্সেলে সেন্সর।এর সাথে ৮ মেগাপিক্সেল অলট্রা ওয়াইড সেন্সর। ৫মেগাপিএক্সেল এর আরো একটি সেন্সর আছে কিন্তু এটা কোন ধরনের সেন্সর তা উল্লেখ করে নাই।এতে ভিডিও করা যাবে ১০৮০-৩০এফপিএস।সামনে থাকছে ৩২মেগাপিক্সলের সেন্সর।ভিডিও করা যাবে ,১০৮০-৩০এফপিএস
অন্যান্য ফিচারস
এতে লাউডস্পিকার এবং ৩.৫৫মিলিমিটার অডিও জ্যাক থাকছে।ডুয়েল ব্যান্ড জিপিএস,ওয়াই-ফাই ,রেডিও থাকছে এতে।সিকিউরিটি হিসেবে এতে থাকছে মোবাইলের ব্যাক সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ব্যাটারি এবং চার্জিং
এই মোবাইলে দেয়া হয়েছে ৪০০০মিলি আম্পিয়ার এর হাই ডেনসিটি নন রিমুভেবল ব্যাটারি।বক্স এ থাকছে ১০ওয়াট এর চার্জার।
কালার এবং দাম
মোবাইলটি বাজারে অক্সফোর্ড ব্ল্যাক এবং অলিভ গ্রীন কালারে পাওয়া যাবে। বাজারে মোবাইলটির বেস ভেরিয়েন্ট এর দাম ১৫৫৯৯টাকা।