অপো মোবাইল তাদের মোবাইলে ব্যবসা সফলের পর এবার ইয়ারবাডস তৈরী করছে। অপো এবার যে ইয়ারবাডস তৈরী করছে সেই ইয়ারবাডস এর নাম অপো এনকো এয়ার। এই ইয়ারবাডসটি অসাধারণ হতে চলেছে। সম্প্রতি ইতালিতে লঞ্চ করা হয়েছে এই ইয়ারবাডসটির। চলুন দেখে নেওয়া যাক উক্ত ইয়ারফোনটির স্পেসিফিকেশন।
অপো এনকো এয়ার ইয়ারবাডস এমন প্রযুক্তিতে তৈরী করা হয়েছে যে ব্যবহারের সময় বাইরের কোন শব্দ ভেতরে প্রবেশ করতে পারবে না। এতে ভেতরের শব্দ নিখুতভাবে শোনা যাবে। উক্ত ইয়ারবাডসটি টাচ এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে। শব্দ নিয়ন্ত্রণ, কল রিসিভসহ যাবতীয় ফাংশনগুলো টাচ এর দ্বারা পরিচালনা করা যাবে। এখানে দেওয়া হয়েছে ৫.২ ব্লুটুথ।
অপো এনকো এয়ার ইয়ারবাডসটিতে দেওয়া হয়েছে ৪৪০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি যার ব্যাটারি ব্যাকআপ দিবে ২৪ ঘন্টা পর্যন্ত একটানা গান শুনে। এছাড়া ১৫ ঘন্টা টকটাইম দিবে এটি। ফাস্ট চার্জ এর ব্যবস্থা রাখা হয়েছে এই ইয়ারবাডসটিতে যার শুধুমাত্র ১০ মিনিট চার্জ এ ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। সাদা এবং কালো রঙ এ পাওয়া যাবে এই ইয়ারবাডসটি।
অপো এনকো এয়ার এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ ইউরো যার বাংলাদেশী মূল্য হবে ১০,১৪০ টাকা।