এইচপি তাদের আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এনেছে। এইচপি এর এই নতুন ল্যাপটপ টির নাম হল এইচপি প্যাভিলিয়ন ১৫টি ।আজকে আমি আপনাদের জানাবো এই ল্যাপটপের যাবতীয় সব ফিচার সম্পর্কে।তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই আর্টিকেলটি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
এইচপি ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছের উইন্ডোজ টেন হোম ৬৪ এবং উইন্ডোজ টেন প্রো ৬৪।এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর ৭ ১ ১৬৫ জি ৫৭।এবং এতে গ্রাফিক্স হিসেবে থাকছে আইরিশ এক্স ই গ্রাফিক্স।
এছাড়াও থাকছে এনভিডিয়া জিইফোর্স এমএক্স ৪৫০। এতে থাকছে ১৫.৬ ইঞ্চির একটি ডায়াগোনাল ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৩৬৬*৭৬৮ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ৮ জিবি রেম এবং ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৩ সেলের সাথে থাকছে ৪১ ডব্লিউ এইস লিথিয়াম আয়ন প্রিজমেটিক ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছেন ন্যাচারাল সিলভার কালার । এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড , কোথায় থাকছে ন্যাচারাল সিলভার কিবোর্ড উইথ ন্যাচারাল কিপ্যাড। এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে এইচপি ওয়াইড ভিশন ৭২০ পি এইচডি । এখানে থাকছে ৪৫ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টার । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ১৪.১৮*৯.২১*০.৭ ইঞ্চি।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৬৫০০০ টাকা।