স্যামসাং ল্যাপটপের একটি ল্যাপটপ ছিল স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স আলফা। এবার সেই ল্যাপটপের নতুন একটি ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ল্যাপটপটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ২ আলফা। মূল্যের তুলনায় এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার। সম্প্রতি আমেরিকাতে লঞ্চ করা হল এই ল্যাপটপটির। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ২ আলফা ল্যাপটপে দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট ইউ এল ই ডি ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল এবং আয়তন হবে ১২X৭.৯৫X০.৫৫ ইঞ্চি। এছাড়া এর ওজন হবে মাত্র ১.১৮ কেজি। উক্ত ল্যাপটপটির ব্রাইটনেস দেওয়া হয়েছে ইন্ডোরে ৪০০ নিটস এবং আউটডোর এ দেওয়া হয়েছে ৬০০ নিটস। উক্ত ল্যাপটপটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে যার একটিতে দেওয়া হবে ইন্টেল কোর আই ৫ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি এস এস ডি স্টোরেজ। এছাড়া অপরটি হবে কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এস এস ডি স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ২ আলফা ল্যাপটপটির বডি দেওয়া হয়েছে অ্যালুনিনিয়ামের বডি। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২, ব্যাকলাইট কিবোর্ড এর সুবিধা। ডুয়েল মাইক্রোফোন, ফিঙ্গারপ্রিন্ট সহ সব রকম সুবিধা মিলবে উক্ত ল্যাপটপটিতে। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। কালো এবং সিলভার রঙ এ পাওয়া যাবে এই ল্যাপটপটি।
স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ২ আলফা ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী কোর আই ৫ এর জন্য ৭২,১২৪ টাকা এবং কোর আই ৭ এর জন্য ৮৮,৯৫৩ টাকা।