গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ২২। ফোনটি ৪জি ও ৫জি ভার্সনে পাওয়া যাবে। এতে থাকছে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ফ্রি নচ ডিসপ্লে। ডিভাইসটির আয়তন ১৬৭.২x ৭৬.৪x৮.৭মিলিমিটার। নতুন এই স্মার্টফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তবে সেন্সর কিংবা রেজুলেশন কেমন হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
যদি ফোনটি উন্মোচনের আগে জানা গিয়েছিল গ্যালাক্সি এ২২ মডেলে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেলের মেইন লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেন্সর।
সংযোগের জন্য ডিভাইসটিতে মিলবে ৩.৫ মিমি অডিও জ্যাক, টাইপ সি পোর্ট। নিরাপত্তার জন্য থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবস্থা। ব্যাটারি কিংবা প্রসেসর কী রাখা হবে তা এখনও গোপন রাখা হয়েছে কোম্পানির তরফে