স্যামসাং ল্যাপটপের নতুন একটি ল্যাপটপ বাজারে আসছে। সেই ল্যাপটপটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে বেশ উন্নত প্রযুক্তি। নিয়মিত ব্যাবহারকারিরা এই ল্যাপটপটিতে ভাল সুবিধা পাবেন। মূল্য অনুযায়ী এখানে দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ল্যাপটপটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে যার একটিতে দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে এবং অন্যটি হবে ১৫ ইঞ্চি বিশিষ্ট সুপার অ্যমোল্ড ডিসপ্লে যাদের স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল এবং আয়তন হবে ১৩ ইঞ্চির জন্য ৩০২.৫X২০২.০X১১.৫ মিলিমিটার ও এর ওজন হবে মাত্র ১.০৪ কেজি। এছাড়া ১৫ ইঞ্চির জন্য আয়তন হবে ৩৫৪.৮৫X২২৭.৯৭X১১.৯ মিলিমিটার ও এর ওজন হবে মাত্র ১.৩ কেজি। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হবে ইন্টেল কোর আই ৭ ১১ জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হবে ৩২ জিবি র্যাম ও ১ টিবি এর এস এস ডি স্টোরেজ। জি পি ইউ দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। টাচস্ক্রিনে কাজ করবে উক্ত ল্যাপটপটি। ৫ জি কানেক্ট দেওয়া হয়েছে এখানে , আরো থাকছে এস পেন স্টাইলাশ সাপোর্টেড। এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২ এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর ওয়েব ক্যামেরা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ১৩ ইঞ্চির জন্য ৬৩ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি ও ১৫ ইঞ্চির সাথে দেওয়া হয়েছে ৬৮ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। উভয় গুলোর সাথে দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ এর সিস্টেম। এই ল্যাপটপটিতে খুব দ্রুত চার্জ হবে।
স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ১,০২,৬৪৫ টাকা। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।