প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের সাথে বদলে যাচ্ছে গোটা বিশ্ব। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে স্মার্টফোন নির্মাতারা প্রতিনিয়ত বাজারে নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন নতুন ডিভাইস। এক্ষেত্রে, ক্রেতাদের চাহিদা যেমন বিবেচনা করা হচ্ছে, তেমনি সামর্থের বিষয়টিকেও প্রাধান্য দেয়া হচ্ছে। স্মার্টফোন আধুনিক জীবনের একটি অংশে পরিণত হওয়ায় স্মাটফোন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন মূল্য পরিসরের সকল ফোনে নিয়ে আসছে নতুনত্ব।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের বিভিন্ন সিরিজের স্মার্টফোন বাজারে এনে ইতোমধ্যেই সকল শ্রেণির ক্রেতাদের কাছে সমাদৃত হয়েছে। দেশের বাজারে তাদের নতুন সংযোজন গ্যালাক্সি এম০২এস। ফোনটির বাজারদর ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখলেও প্রযুক্তির দিক থেকে আপোষ করেনি স্যামসাং। ক্যামেরা, ডিসপ্লে ও পারফরমেন্সে এই মূল্য পরিসরের যেকোন ফোনকে টেক্কা দিতে পারবে গ্যালাক্সি এম০২এস।
প্রথম দেখাতেই যে কারও নজর কাড়বে গ্যালাক্সি এম০২এসের আধুনিক ডিজাইন। এর হেইজ ডিজাইন যেমন আপনাকে স্টাইলিশ লুক দিবে, তেমনি এর থ্রিডি কার্ভড এজের ফলে আপনি ফোনটি সহজে হাতে ধরে রাখতে পারবেন। ডিসপ্লের ক্ষেত্রে বরাবরই প্রশংসিত স্যামসাং, গ্যালাক্সি এম০২এস এর ডিসপ্লেতেও তাদের চমক দেখিয়েছে। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯। এর এইচডি+ ডিসপ্লেতে ইউটিউব ভিডিও হোক কিংবা পছন্দের মুভি, যেকোন কনটেন্ট দুর্দান্তভাবে উপভোগ করা যাবে। এর সাথে, বিনোদন উপভোগের মাত্রা আরও বাড়িয়ে তুলবে এর ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম।
ঝকঝকে ও নিখুঁত ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে আছে ২ মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো ক্যামেরা। যখন-তখন রোমাঞ্চকর মুহূর্তের ছবি যারা ক্যামেরাবন্দি করতে পছন্দ করেন তারা এফ/২.২ অ্যাপারচারবিশিষ্ট মেইন ক্যামেরা দিয়ে ঝকঝকে ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। ডিভাইসটির ডেপথ লেন্স দিয়ে লাইভ ফোকাস ইফেক্টে দৃশ্যবস্তুকে আরও স্পষ্ট করে ফুটিয়ে তোলা যাবে। আর এর এফ/২.৪ অ্যাপারচারবিশিষ্ট ম্যক্রো লেন্স দিয়ে দৃশ্যবস্তুর আরও ডিটেইলে ছবি তোলা যাবে। এছাড়া, সেলফিপ্রেমীরা ডিভাইসটির ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে দুর্দান্ত সেলফি তুলার পর চাইলে ছবিতে স্টিকার বা স্ট্যাম্প ব্যবহার করে নিজেকে সামাজিক মাধ্যমে অন্যরকমভাবে তুলে ধরতে পারবেন।
স্মার্টফোনের গতি নিয়ে যাতে হতাশ হতে না হয় তাই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। ১.৮ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরযুক্ত এই ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করা যায় বলে ফোন থেকে প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করার কোন প্রয়োজন পড়বে না। গেমারদের জন্য বিশেষ চমক হিসেবে এই ফোনটিতে রয়েছে অ্যাড্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর, গেম লঞ্চার ও গেম টুলের সাথে প্রিবিল্ট ডিসকর্ড থাকায় গ্যালাক্সি এম০২এস-তে গেমিং হবে আরও উপভোগ্য।
ডিজিটাল এই যুগে আধুনিক মানুষ স্মার্টফোনেই প্রায় সব কাজ করে থাকে। এজন্য সারাদিন ফোন চালাতে প্রয়োজন শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। গ্যালাক্সি এম০২এস-এর ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি ব্যবহারকারীদের বিরামহীনভাবে ফোন চালাতে যেমন সাহায্য করবে, তেমনি নিশ্চিত করবে সর্বাধিক গেমিং টাইম। এছাড়া, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় চার্জ শেষ হয়ে গেলেও খুব দ্রুত ফোনটি চার্জ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত ১৯৬ গ্রাম ওজনের স্যামসাং গ্যালাক্সি এম০২এস ব্ল্যাক, ব্লু এবং রেড এই তিনটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর বাজারদর মাত্র ১২,৯৯৯ টাকা। উন্নত ক্যামেরা, অসাধারণ পারফরমেন্স আর আকর্ষণীয় লুক বিবেচনা করলে এই ফোনটি বর্তমানে বাজেটের মধ্যে বাজারে সেরা। www.galaxyshopbd.com – স্যামসাং’র অফিশিয়াল এই ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে।