রিয়েলমি সি সিরিজ মানেই অতুলনীয় কিছু ! মাঝে মধ্যে রিয়েলমি সি সিরিজের স্মার্টফোন বাছাই করতে গিয়ে হিমসিম খেতে হয় ক্রেতাদের । কেননা রিয়েলমি সি সিরিজের ফোন গুলো এতোই দুর্দান্ত যে,তাদের ভেতরে খুব একটা আহামরী পার্থ্যক্য থাকে না । তবে ইউজার এক্সপ্রেশন,বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চাহিদা ইত্যদির উপর ভিত্তি করে একটা তালিকা তৈরী করা যায়…
জেনে নেওয়া যাক রিয়েলমি সি সিরিজের সেরা ৫ টি ফোন সম্পর্কে!
১।রিয়েলমি সি ২১
রিয়েলমি সি ২১ এর সম্পূর্ণ ফোন প্লাস্টিক বিল্ট । ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে । রেজুলেশন এইচডি প্লাস । ব্যবহার করা হয়েছে রেয়ার ক্যামেরা (১৩+২+২ মেগা) এবং ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা।চিপ হিসেবে থাকছে হেলিও জি ৩৫ বাজারে পাওয়া যাবে ৩/৩২ , ৪/৬৪ ভ্যারিয়েন্টে । বর্তমান বাজারমূল্য প্রায় ১১ হাজার টাকা ।
২।রিয়েলমি সি ১১
এই ফোনের ফ্রন্টে রয়েছে গ্লাস , এবং রেয়ারে পুরোটাই প্লাস্টিক বিল্ড ! ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫ ইঞ্চি ,এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে।১৩+২ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে রেয়ারে,যেটি একটি ডুয়েল ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ব্যবহার করা হয়েছে ফ্রন্টে। প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও জি৩৫ ,রয়েছে ২ জিবি র্যাম,নেই ইন্টারনাল স্টোরেজ ! ব্যবহার করা হয়েছে ৫০০০ এম এ এইচ এর হিউজ ব্যাটারী !
দামঃ ৳8,990 বা তার আশে পাশে !
৩।রিয়েলমি সি ১২
ডিজাইনের কথা বলা যাক ! পেছনে প্লাস্টিক এবং সামনে গাস বিল্ড , প্রটেকটর হিসেবে থাকবে গোরিলা গ্লাস ৩ !ডিসপ্লেটি ৬.৫ ইঞ্চি,যেটি কি এইচ ডি প্লাস রেজুলেশনের।ক্যামেরা হিসেবে থাকবে ,রেয়ারে ১২+২+২ এবং ফ্রন্টে ৫ মেগা। প্রসেসর হিসেবে থাকছে হেলিও জি ৩৫ , রয়েছে ৩ জিবি র্যাম। ৬ হাজার এম এ এইচ এর সুপারডুপার ব্যাটারী , সাথে সুপারডুপার ব্যাকাপ ! দাম প্রায় ১১০০০ টাকা !
দেখে নিন টেকজুম ডট টিভির ইউটিউব ভিডিও !
৪।রিয়েলমি সি ১৫
ডিসপ্লে হিসেবে থাকবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে , রেজুলেশন এইচডি প্লাস। ক্যামেরা সেকশনের রেয়ারে থাকবে ১৩+৮+২+২ মেগা পিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ । চিপ হিসেবে থাকবে হেলিও জি ৩৫ ,বাজারে পাওয়া যাবে ৩/৩২ এবং ৪/৬৪ ভ্যারিয়েন্টে । দাম সাড়ে এগারো থেকে বারো হাজারের ভেতরে থাকবে !
৫।রিয়েলমি সি ৩
পুরোটাই প্লাস্টিক বিল্ট ! সামনে রয়েছে গ্লাস এবং এটিকে প্রটেক্ট করবে গোরিলা ৩ ! এক্সরয়েছে ৬.৫ ইঞ্চির একটি এমোলেড এইচডি প্লাস ডিসপ্লে ! রেয়ারে , ১২+২+২ মেগা এবং ফন্টে ৫ মেগা এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে । চিপ হিসেবে থাকবে মিডিয়া টেক হেলিও জি ৭০ । রয়েছে ৫০০০ এম এ এইচ ব্যাটারী , ৩ দিনের ব্যাপ আপ পাবেন , ঝৈ ঝামেলা ছাড়াই ! দাম ১১ হাজারের ভেতরেই থাকবে,আশা করা যায় !