অপো তাদের আরও একটি নিউ ব্র্যান্ড ফোন অপো রেনো ৬ প্রো লঞ্চ করতে যাচ্ছে। ফোনটি পাওয়া যাচ্ছে ১টি ভেরিয়েন্ট । ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৩২ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৪৫২০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি ।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে এবং বডি নিয়ে:
এতে থাকছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০০০*২৪০০ পিক্সেল এর। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬০*৭৩.১০*৭.৬০ মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ১৭৭ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
এবারে কথা বলি ফোনটির হার্ডওয়্যার নিয়ে:
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মানসিটি ১২০০ যা একটি অক্টা কোর প্রসেসর। আরফোনটি পাওয়া যাচ্ছে ১ টি ভেরিয়েন্ট। এটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৮ জিবি র্যাম ।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে: এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৩৫০০০ টাকা।