২০২১ সালের শেষ দিকে বাজারে আইফোন ১৩ নিয়ে আসার কথা জানিয়েছে অ্যাপল। বেশ কয়েকটি আপডেটসহ নতুন আইফোনটি বাজারে আসছে বলে মনে করেন বিশ্লেষক মিং চি কু। হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অ্যাপলের মার্কেট শেয়ারও বাড়বে।
অ্যাপলইনসাইডারকে বিশ্লেষক চি কু জানান, ২০২২ সালের প্রথমার্ধে বাজারে ফাইভজি আইফোন এসই আনতে পারে অ্যাপল। যার মাধ্যমে বাজারে আইফোন ১৪ আনার প্রস্তুতি গ্রহণ করবে এ টেক জায়ান্ট। এ ফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি প্রদান করা হবে এবং দামও তুলনামূলকভাবে কম হবে।
আইফোন এসইতে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হবে। অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন এসই ফাইভজি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি প্রযুক্তিসংবলিত স্মার্টফোন হবে বলে আশা করছে গবেষক মিং চি কু।
এক পূর্বাভাসে তিনি জানান, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে প্রদান করা হতে পারে।
চি কুর আশাবাদ, অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসবে। এছাড়া ২০২১ সালে আইফোনের সরবরাহ ২৩ কোটি থেকে ২৪ কোটি ইউনিট এবং ২০২২ সালে ২৫ কোটি থেকে ২৬ কোটি ইউনিটে দাঁড়াবে।