ছোটদের জন্য নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হয়েছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান শাওমি। মডেল মিটু চিলড্রেন ৪জি ফোন ওয়াচ ৫সি। এটি মূলত কচিকাঁচাদের উদ্দেশ্যে তৈরি স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ফোরজি কানেক্টিভিটি। চাইলে ঘড়িটির মধ্যে সিম ঢুকিয়ে ব্যবহারও করা যাবে।
সম্প্রতি চীনের বাজারে ওয়াচটি বিক্রি শুরু হয়েছে। স্মার্টওয়াচটিতে ভিডিয়ো কলিংয়ের সুবিধাও থাকছে।
নতুন এই ডিভাইসে লোকেশন ট্র্যাকিংয়ে মতো ফিচার রয়েছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কোথায় রয়েছে তা জানতে পারবেন আপনি। ২০ মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার রয়েছে এতে। এই স্মার্টওয়াচে একটি ১ দশমিক ৪ ইঞ্চির কালার ডিসপ্লে থাকছে। সেই সাথে থাকছে একটি ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ডিভাইসটি দিয়ে বিভিন্ন লার্নিং অ্যাপ ডাউনলোড করার সুযোগ রয়েছে। পাশাপাশি অত্যাধুনিক এই ঘড়ি দিয়ে সন্তানের সাথে কথাও বলতে পারবেন আপনি।