আসছে অপো রেনো ৬ সিরিজের দু’টি ফোন, অপো রেনো ৬ এবং অপো রেনো ৬ প্রো। চলতি বছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিলঅপো ৬ সিরিজ। এবার দেশে আসছে এই সিরিজের দু’টি মডেল। চিনে অবশ্য, অপো রেনো ৬, রেনো ৬ প্রো এবং রেনো ৬ প্রো প্লাস, এই তিনটি ফোন লঞ্চ হয়েছিল অপো রেনো ৬ সিরিজে। তবে এই সিরিজের টপ প্রিমিয়াম মডেল অপো রেনো ৬ প্রো প্লাস দেশে পরে আলাদা করে লঞ্চ হবে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
অপো রেনো ৬ এবং অপো রেনো ৬ প্রো- এর সম্ভাব্য বিভিন্ন ফিচার
অপো রেনো ৬- এ থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুলেইচডি প্লাস AMOLED ডিসপ্লে। অন্যদিকে, প্রো ভ্যারিয়েন্টে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। দু’ক্ষেত্রেই স্ক্রিন রিফ্রেশ রেট ৯০Hz হতে পারে। প্রো মডেলে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। অন্যদিকে অপো রেনো ৬ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর।
অপো রেনো ৬ প্রো মডেলে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। একই স্টোরেজ কনফিগারেশন ওপ্পো রেনো ৬ ফোনেও থাকার সম্ভাবনা রয়েছে।
অপো রেনো ৬ প্রো ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং দু’টি ২ মেগাপিক্সেলের অ্যাডিশনাল সেনসর থাকতে পারে। অপো রেনো ৬ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানেও ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
প্রো ভ্যারিয়েন্টে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে, একই মেগাপিক্সেলের সেলফি সেনসর দেখা যেতে পারে অপো রেনো ৬ মডেলে।
অপো রেনো ৬ প্রো ফোনের ব্যাটারি ৪৫০০এমএএইচ এবং অপো রেনো ৬ ফোনের ব্যাটারি ৪৩০০ এমএএইচ। দু’টি ফোনের রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।