শাওমি, নুবিয়া, আসুসের মতো এবার নিজস্ব গেমিং স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে চীনের কনজিউমার ইলেকট্রনিকস ও প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। খবর গ্যাজেটস নাউ।
সম্প্রতি গেমিং স্মার্টফোনের বাজার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গেমিং স্মার্টফোনের বাজার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৪৭ শতাংশ শেয়ার নিয়ে বাজারের শীর্ষে রয়েছে শাওমির ব্ল্যাক শার্ক। এরপর ৩৯ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নুবিয়ার রেডম্যাজিক। রগ সিরিজের ফোন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আসুস।
শিগগিরই বাজারে নিজেদের প্রথম গেমিং স্মার্টফোন আনতে যাচ্ছে অপো। এ ফোনের মাধ্যমে প্রতিযোগিতায় আসবে প্রতিষ্ঠানটি। কিছু সূত্রের তথ্যানুযায়ী, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসের ওয়েবসাইটে অপোর প্রথম গেমিং ফোনের অস্তিত্ব মিলেছে। তবে ৯১ মোবাইলস সর্বপ্রথম এটি খুঁজে পায়।
ওয়েবসাইটে যেসব ছবি দেখা গেছে সে অনুসারে, অপোর প্রথম গেমিং স্মার্টফোনে সার্কিট আকৃতির প্যাটার্ন ও ভেন্ট রয়েছে। এতে কোয়াড ক্যামেরা সেটআপের পাশাপাশি পাঞ্চ হোল ডিসপ্লে ও ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এর ডান পাশে পাওয়ার বাটন, বাম পাশে ভলিউম রকার থাকতে পারে। এতে আসুস রগ সিরিজের ফোনের মতো ইউএসবি টাইপ সি চার্জিং কেবল ও ফাস্ট চার্জিং সুবিধাও প্রদান করা হবে।
এর বাইরে ফোন সম্পর্কে আর কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তবে এ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার এবং চলতি বছরের ডিসেম্বরে বাজারে ছাড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।