ডিজিটাল যুগে ফোন থেকে শুরু করে কম্পিউটার, টিভি, ফ্যান এখন স্মার্ট রূপ ধারণ করেছে। সম্প্রতি ভয়েস কন্ট্রোল স্মার্ট ইলেকট্রিক বিছানা নিয়ে হাজির হলো শাওমি। ব্যাপক হারে বিক্রি হতে শুরু করেছে। বিভিন্ন বিভাগে প্রডাক্ট লঞ্চে বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইস কোম্পানিগুলোর নিরিখে শাওমি অনেকটাই এগিয়ে। আর এই স্মার্ট ইলেকট্রিক বেড লঞ্চ করে এক সম্পূর্ণ নতুন বিভাগে প্রবেশ করছে চীনের কোম্পানিটি। অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, রয়েছে ভয়েস কন্ট্রোল সাপোর্টও। চীনের এই প্রডাক্টের মূল্যে প্রায় ৭১০০০ টাকা।
২০১৯ সালে লঞ্চের মাত্র ৯ মিনিটের মধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই ইলেকট্রিক স্মার্ট বিছানা। কিন্তু করোনা অতিমারির কারণে মাঝখানে থমকে গিয়েছিল এই শাওমি ৮এইচ মিলান স্মার্ট ইলেকট্রিক বেডের-এর বিক্রি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে এই স্মার্ট ইলেকট্রিক বেড।
নতুন এই ইলেকট্রিক স্মার্ট বেডে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার। সেরা কন্ট্রোল ও আরামের সমন্বয় মিলবে এই স্মার্ট বেডে। বিছানার কাঠামোকে মজবুত করতে ব্যবহৃত হয়েছে, অ্যালয় স্টিল মেটেরিয়াল ও গ্লাস ফাইবার। এই বিছানা সর্বোচ্চ ১০০০ কেজি ভার বহন করতে সক্ষম।
সেই সঙ্গেই আবার দুর্দান্ত আরামের জন্য এই বিছানার রয়েছে একাধিক বিশেষ মোড। যেমন, রিডিং মোড, টিভি মোড, ফ্ল্যাট লেয়িং মোড, জিরো গ্র্যাভিটি মোড ইত্যাদি। পাশাপাশিই আবার এই স্মার্ট বেডে রয়েছে, উচ্চ ক্ষমতার ইলেকট্রিক মোটর যা, এই বিছানার অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ করবে। মোট চারটি রঙে পাওয়া যাবে শাওমি ৮এইচ মিলান স্মার্ট ইলেকট্রিক বেড।
মিজিয়া অ্যাপ থেকে এই স্মার্ট বেড নিয়ন্ত্রিত হবে। থাকছে ভয়েস কন্ট্রোল সাপোর্ট ও বাটন কন্ট্রোল। আপনি যেভাবে এই বিছানা কন্ট্রোল করতে চাইবেন, সেই ভাবেই শুধু মাত্র আপনার কণ্ঠস্বরেই নিয়ন্ত্রিত হবে। এছাড়াও, বিছানার পায়া ও পিছন ০-৩০০ ও ০-৬০০-এর মধ্যে নিয়ন্ত্রিত হবে।