এ বছরের অগাস্টে স্যামসাংয়ের ‘আনপ্যাকড ইভেন্ট’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে নতুন ফোল্ডএবল ফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাডের দেখা পাওয়ার কথা থাকলেও সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এ ডিভাইসগুলোর ছবি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ছবিগুলো ফাঁস করেছেন সুপরিচিত টুইটার টিপস্টার ইভান ব্লাস। জিফ ফরম্যাটে ৩৬০ ডিগ্রিতে ডিভাইসের ছবি দেখার সুযোগ করে দিয়েছেন তিনি। টুইটে বিস্তারিত তেমন কিছুই লেখেননি ইভান ব্লাস। শুধু জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ গ্যালাক্সি আনপ্যাকড ১১ অগাস্ট ২০২১।
শুক্রবার রাতে ছবিগুলো পোস্ট করেন ব্লাস। ধারণা করা হচ্ছে, তিনি গ্যালাক্সি জেড ফোল্ড ৩, জেপ ফ্লিপ ৩ এবং এস২১ ৫জি এর ছবি পোস্ট করেছেন। এর আগে গুজব রটেছিল জেড ফ্লিপ ৩-এ দেখা মিলবে পর্দার নিচে থাকা ‘ফ্রন্ট ফেসিং’ ক্যামেরার।
এ ছাড়াও গ্যালাক্সি ওয়াচ ৪ এবং ওয়াচ ৪ ক্লাসিক স্মার্টওয়াচের ছবিও ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্যালাক্সি ওয়াচ ৪-এর মাধ্যমে টাইজেন থেকে অ্যান্ড্রয়েড ওয়্যার ওএসে সরে আসার কথা রয়েছে স্যসমসাংয়ের। নতুন স্মার্টওয়াচে নতুন স্মার্টথিংস ফিচারেরও দেখা মিলতে পারে, যেমন, অ্যাপল ওয়াচের মতো ওয়াকি-টকি।