ডুয়াল সেলফি ক্যামেরা ও ৯০ হার্টজের ডিসপ্লে নিয়ে বাজারে নতুন স্মার্টফোন এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। এস সিরিজের নতুন মডেল হিসেবে ভিভো এস১০ বাজারে আনা হয়েছে। এ ফোনের পেছনের অংশে আইফোন ১২ সিরিজের মতো ফ্ল্যাট ফ্রেম ডিজাইন প্রদান করা হয়েছে।
ভিভো এস১০-এ ওরিজিন ওএস ভার্সন ওয়ানের সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ প্রদান করা হয়েছে। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ১০৮০–২৪০০ পিক্সেলের সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। সেই সঙ্গে এইচডিআর১০ প্লাস সাপোর্ট রয়েছে।
স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০সক প্রসেসর প্রদান করা হয়েছে। এতে ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ভিভো এস১০-এ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স প্রদান করা হয়েছে। ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ লাইট মডিউল রয়েছে ও এর মাধ্যমে ফোরকে ভিডিও ধারণ করা সম্ভব। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সম্মুখে ৪৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা প্রদান করা হয়েছে।
ভিভো এস১০-এ ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস/এজিপিএস ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। সেন্সর হিসেবে এ স্মার্টফোনে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফোনটিতে ৪ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। যেটিকে দ্রুত চার্জ দেয়ার জন্য ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। বাজারে ভিভো এস১০-এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ৮/১২৮ জিবির দাম সাড়ে ৩৬ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে এবং ৮/২৫৬ জিবির দাম ৩৯ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে।