মিডিয়াটেকের হেলিও জি৮০ গেমিং প্রসেসরের নতুন স্মার্টফোন ফাইভটি প্রো নিয়ে এসেছে অনর। গেমিং প্রসেসরের পাশাপাশি এ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ফিচার, উন্নত ক্যামেরাসহ আরো বেশকিছু ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ম্যাজিক ইউআই ৪.০ সফটওয়্যারকেন্দ্রিক অ্যান্ড্রয়েড ভার্সন ১০ দেয়া হয়েছে। এতে ৬ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১০৮০ী২৪০০ পিক্সেল। ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপর মাঝামাঝি অবস্থানে হোল পাঞ্চ কাট রয়েছে।
ফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। যার ফলে গেমাররা আরো সহজে ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাবেন। অনর প্লে ফাইভটি প্রো স্মার্টফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ১ দশমিক ৯ অ্যাপারচার লেন্সের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২ দশমিক ৪ অ্যাপারচার লেন্সের ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার ২।
অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মুড, টাইম ল্যাপস ফটোগ্রাফি, ফিল্টার, স্মাইলি ফেস ক্যাপচার, সেলফ পোর্ট্রেট মিররিং, ভয়েস কন্ট্রোল ফটোগ্রাফি, টাইমড ফটোগ্রাফি ও গেসচার ফটোগ্রাফি ফিচার রয়েছে। স্মার্টফোনটিতে ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভার্সন ৫.১, ইউএসবি টাইপ সি পোর্ট, জিপিএস, ফোরজি এলটিই রয়েছে। এ স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস ও গ্র্যাভিটি সেন্সর রয়েছে। অনর প্লে ফাইভটি প্রো স্মার্টফোনে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ২২ দশমিক ৫ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি মাত্র ৩০ মিনিটে ৫৩ শতাংশ চার্জ দেয়া সম্ভব।
বাজারে ম্যাজিক নাইট ব্ল্যাক ও টাইটেনিয়াম সিলভার— দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৯ হাজার ৫০০ থেকে ২৬ হাজার টাকার মধ্যে হতে পারে।