হাইব্রিড ল্যাপটপ ট্যাবলেট সুবিধা প্রদানে ডিটাচেবল কিবোর্ড সুবিধা নিয়ে বাজারে নতুন ক্রোমবুক নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। ক্রোমবুক এক্সটু ১১ নামে এটি বাজারে পাওয়া যাবে। ক্রোমবুকের সঙ্গে ২১ দশমিক ৫ ইঞ্চির অল ইন ওয়ান ডেস্কটপও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এইচপি ক্রোমবুক এক্সটু ১১ ক্রোমবুকে ১১ ইঞ্চির টুকে আইপিএস ডিসপ্লে প্রদান করা হয়েছে। যার আসপেক্ট রেশিও ৩:২ এবং এর সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস দেয়া হয়েছে। ল্যাপটপের সঙ্গে এইচপির ওয়্যারলেস রিচার্জেবল ইউএসআই সার্টিফায়েড পেন দেয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ মুডে নোট লিখতে ও ছবি আঁকতে পারবেন।
কলমটি চুম্বকীয়ভাবে ডিসপ্লেতে সংযুক্ত করা যায় এবং এটি ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত। ক্রোমবুকের পেছনে একটি কিকস্ট্যান্ড রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১৭০ ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল ঠিক করতে পারবেন।
প্রসেসর হিসেবে এইচপি ক্রোমবুক এক্সটু ১১-তে সম্প্রতি বাজারে আসা কোয়ালকমের স্ন্যাপড্রাগন সেভেনসি প্রসেসর দেয়া হয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইএমএমসি স্টোরেজ ব্যবহারের সুবিধা দেয়া হয়েছে।
ক্রোমবুকের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ফেসিং ক্যামেরা দিয়েছে এইচপি। সেই সঙ্গে এতে ব্যাং অ্যান্ড অলুফসেনের স্টেরিও স্পিকারও দেয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কম্পিউটিং অভিজ্ঞতা দিতে এইচপির নতুন এ ক্রোমবুকে ডিটাচেবল কিবোর্ডের পাশাপাশি বড় আকৃতির টাচপ্যাড ও বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এইচপি ক্রোমবুক এক্সটু ১১-এ ফোরজি এলটিই (অপশনাল), ওয়াই-ফাই ফাইভ, ব্লুটুথ, দুটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। যার একটি চার্জিং ও ডাটা ট্রান্সফার দুটি কাজ করতে সক্ষম।